রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০২:২৭:৪৮

মিসরে সমাধিতে রাণীর গোপন কুঠুরি

 মিসরে সমাধিতে রাণীর গোপন কুঠুরি

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি মিশরের প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, মিসরের রাজা টুটানখামুনের সমাধিতে তারা এমন একটি গোপন কুঠুরি থাকার প্রমাণ পাচ্ছেন যেখানে হয়তো রাণী নেফারতিতির কবর ছিল। মিশরের প্রত্মতত্ত্ব বিষয়ক মন্ত্রী মাহমুদ আল ডামাটি বলেছেন, যদি সত্যি সত্যি এরকম এক গোপন কুঠুরি খুজে পাওয়া যায় তাহলে সেটা হবে শতাব্দীর সবচেয়ে বড় আবিস্কার। লাক্সারের এই অত্যন্ত প্রাচীন স্থানটিতে গোপন কবরের সন্ধানে প্রত্নতত্ত্ববিদরা কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানে রাজা টুটানখামেনের সমাধির উত্তর দিকের দেয়ালে যে স্ক্যান করা হয়েছে, তা এখন জাপানের প্রত্নতত্ত্ববিদ বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন। নীল নদীর তীরে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী যে সভ্যতা গড়ে উঠেছিল তা শাসন করেছেন রাণী নেফারতিতি এবং তার স্বামী ফারাও আখেনাটেন। জানা যায়, রাণী নেফারতিতি ছিলেন অসম্ভব সুন্দরী। কারও কারও ধারণা টুটানখামেন হয়তো রাণী নেফারতিতির সন্তান ছিলেন। টুটানখামেনের দেহাবশেষ সেখানে খুঁজে পাওয়া যায় ১৯২২ সালে। এর প্রায় তিন হাজার বছর আগে মাত্র ১৯ বছর বয়সে তার মৃত্যু হয় বলে ধারণা করা হয়। ২৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে