রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০২:৪৫:০৮

জাপান সাগরে চীনা যুদ্ধবিমান

জাপান সাগরে চীনা যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : আবারও পশ্চিম প্রশান্ত মহাসাগরে দেখা গেল চীনের যুদ্ধবিমানের আনাগোনা। চীনের বক্তব্য, মূলত দেশের আকাশে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার উদ্দেশ্যেই পশ্চিম প্রশান্ত মহাসাগরে এই মহড়া চালানো হয়েছে৷ পাশপাশি, চীনের বিমানবাহিনীর শক্তি পরখ করাও ছিল অন্যতম লক্ষ্য৷ কিন্তু বিভিন্ন আন্তর্জতিক মহল বলছে, কিছু দিন আগে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমানের ঘোরাফেরার করনেই পশ্চিম মহাসাগরে চীন যুদ্ধবিমানের মহড়া শুরু করেছে৷ চীনের বিমানবাহিনীর তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়াকো প্রণালীতে এই সামরিক মহড়া চালানো হয়েছে। জাপানের মিয়াকো এবং ওকিনওয়া দ্বীপের মাঝখান দিয়ে এই প্রণালী চলে গিয়েছে। পূর্ব চীন সাগর থেকে প্রশান্ত মহাসাগরে ঢোকার জন্য রণনীতিগতভাবে গুরুত্বপূর্ণ এই মিয়াকো প্রণালী৷ যা মূলত ব্যবহার করে মার্কিন নৌবহর। সামরিক কারণেই এই প্রণালী চীনা নৌবাহিনীর কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ ওকিনওয়া মার্কিন নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি৷ এছাড়া চীনা বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের বোমারু বিমানসহ একাধিক অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত বিমানবহর এই মহড়ায় অংশ নিয়েছে। অন্যদিকে, পূর্ব চীন সাগরের বিমান শনাক্তকরণ এলাকাতেও টহল দিয়েছে চীনের যুদ্ধবিমান। লালচীনের তরফে ২০১৩ সালে পূর্ব চীন সাগরে বিমান শনাক্তকরণ এলাকা গঠন করা হয়। এই মহড়া রুটিন ঘটনা হিসেবে উল্লেখ করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই এ রকম মহড়া অব্যাহত রাখবে বেজিং। তবে স্বাভাবিকভাবেই চীনের এই তৎপরতার নিন্দা করেছে জাপান এবং আমেরিকা উভয় দেশ। পূর্ব চিন সাগরের দিয়াইউ বা সেনকাকু দ্বীপের অধিকার নিয়ে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা দীর্ঘ দিনের। আন্তর্জাতিক চুক্তি অনুসারে ২০১২ সালে জাপান দ্বীপটির অধিকার পাওয়ার পর থেকে প্রায়ই চীনা নৌবহর ও যুদ্ধবিমান বিতর্কিত অঞ্চলে টহল দেয়। ১৯৪৯ সালে মাও সে তুংয়ের ক্ষমতালাভের পর থেকে চীন বরাবরই এই দ্বীপের মালিকানা দাবি করে এসেছে। দিয়াইউ বা সেনকাকু দ্বীপের অধিকার ছাড়ার বিষয়ে কোনও আপস চলতে পারে না বলেও এর আগে বারংবার ঘোষণা করেছে এক দিকে টোকিও এবং অপর দিকে বেজিং। ২৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে