রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৩:১৮:১৩

যুদ্ধের জন্য প্রস্তুত অত্যাধুনিক রোবট

যুদ্ধের জন্য প্রস্তুত অত্যাধুনিক রোবট

আন্তর্জাতিক ডেস্ক : একটি যুদ্ধ মানে অনেকগুলো প্রানের বিসর্জন দেওয়া। শুধু একটি মানুষের প্রান নয় এর সাধে ধংস হয়ে যায় পুরো একটি পরিবার। কিন্তু এখন থেকে যুদ্ধে আর কোন প্রাণহানি নয়! সীমান্ত পাহাড়া হোক কিংবা শক্রুপক্ষের সঙ্গে সম্মুখ যুদ্ধ। সব ক্ষেত্রেই এবার সবার সামনে থাকবে রোবট। যুদ্ধে ব্যবহারের জন্য এমনই অত্যাধুনিক তিনটি রোবট প্রকাশ্যে আনল চীন। বেজিংয়ে চলা ২০১৫ রোবট সামিটে এই অত্যাধুনিক রোবটগুলি প্রকাশ্যে আনা হয়েছে। রোবট প্রস্তুতকারী সংস্থার দাবি, সন্ত্রাসের বিরুদ্ধেই হোক কিংবা শত্রুপক্ষ দমনে যুদ্ধে ময়দানে উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই রোবটগুলি। সংস্থার তরফে দাবি করা হয়েছে, যুদ্ধের ফ্রন্ট লাইনে এই রোবটগুলি যথেষ্ট দক্ষতার সঙ্গে রাইফেল এবং গ্রেনেড লঞ্চার পৌঁছে দিতে সক্ষম। এছাড়াও, এ সব রোবট যুদ্ধক্ষেত্রে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে কাজ করতে পারবে। এ সব রোবটের একটিকে নজরদারির কাজে নিয়োগ করা যাবে। এটি বিষাক্ত গ্যাস, ক্ষতিকারক রাসায়নিক উপাদান বা বিস্ফোরক শনাক্ত করতে পারবে। এছাড়া, নজরদারি চালিয়ে পাওয়া সব তথ্য ফ্রন্ট লাইনের সেনাদেরকেও জানিয়ে দিতে পারবে এই অত্যাধুনিক রোবটগুলি। নজরদারি চালানোর সময় কোন রকমের ভুল হলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাঠানো হবে অর্ডন্যান্স ডিসপোজাল বা ইওডি নামের রোবটকে। ইওডি’র ওজন ১২ কেজি এবং ব্যাকপ্যাক বহন করতে পারে এটি। কোনও সেনা যখন একক অভিযান বা সোলো মিশনে যাবে তখন তাকে সহায়তার জন্য তৈরি করা হয়েছে এটিকে। পরিস্থিতি যদি বিপদজনক দিকে মোড় নেয়, তাহলে হামলার কাজে ব্যবহৃত রোবট বা অ্যাটাক রোবটটিকে নামানো হবে। হালকা অস্ত্র, রাইফেল এবং গ্রেনেড সজ্জিত এ রোবট বিপজ্জনক পরিস্থিতি সামাল দেবে। দুরবিন দিয়ে এ রোবট পরিস্থিতির ওপর নজর রাখবে এবং দূর থেকে লক্ষ্যবস্তুতে হামলা করতে পারবে। এই তিন রোবটের দাম পড়বে প্রায় দুই লক্ষ্য ৩৫ হাজার ডলার। ২৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে