রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৩:২৬:৫৪

গোপন প্রশিক্ষণ চলছে পাকিস্তান সেনা বিশ্ববিদ্যালয়ে

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ায়গুলোতে বহুল পরিচিত লস্কর-ই-তোইবা, জামাত-উদ-দাওয়ার মতো জঙ্গি সংগঠনগুলির সন্ত্রাস নীতি প্রচারের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাকিস্তানের সেনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের৷ মার্কিন জাতীয় নিরাপত্তা সূত্রে দাবি করে বলেছে, এই জঙ্গি সংগঠনগুলিকে আড়াল করে রেখেছে পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই-এর রক্ষাকবচ৷ উল্লেখ্য, বিগত কয়েকদিন আগেই আমেরিকা সফরে গিয়েছিলেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ৷ ভাইস-প্রেসিডেন্ট জো বিডেন সহ একাধিক নেতার সঙ্গে দেখা করেন তিনি৷ এদিন আমেরিকার জাতীয় নিরাপত্তা সূত্রের পক্ষ থেকে জানানো হয়, লস্কর-জামাতের নীতি ফেসবুক-ট্যুইটারে ছড়িয়ে দিতে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানান, সম্প্রতি প্রকাশি এক ডকুমেন্টে উঠে এসেছে এমনই তথ্য৷ ২৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে