রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৩:৪০:৫৩

জাতীয় পতাকায় মুড়ে ঝাঁপ হোয়াইট হাউস চত্বরে

 জাতীয় পতাকায় মুড়ে ঝাঁপ হোয়াইট হাউস চত্বরে

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকাতে ঘটা করে পালিত 'থ্যাংকসগিভিং' ডে। পুরো ভছল জুরে শশ্যের ফলন যাতে থাল হয় সেই জন্য ইশ্বরের আর্শীবাদের জন্য পালন করা হয় এই উৎসবটি। কিন্তু এবার 'থ্যাংকসগিভিং' ডেতে ঘডল এ ঘটনা। জানা যায়, এক ব্যাক্তি মার্কিন জাতীয় পতাকায় নিজেকে মুড়ে সোজা ঝাঁপ মারলেন হোয়াইট হাউস চত্বরে। আর হাতেনাতে ধরে ফেলল পুলিশ। আপাতত তিনি পুলিশের হেফাজতে। সাদাবাড়ির অন্দরে তখন 'থ্যাংকসগিভিং' পালন করছিল ওবামা পরিবার। সেইসময়ই এই ঘটনা। জোসেফ ক্যাপুটো নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হোয়াইট হাউসের উত্তর দিকের ঘেরাটোপ পেরিয়ে ভিতরে ঢুকতে যান তিনি। ওই ব্যক্তির এই অদ্ভুত আচরণের কারণ জানা যায়নি। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী ভেনেসা পেনা জানিয়েছেন, আচমকা ওই ব্যক্তি একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলেন 'তাহলে করেই ফেলা যাক'। তারপর এই কাণ্ড ঘটান তিনি। পাঁচ মিনিটের মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। হোয়াইট হাউস চত্বর থেকে সঙ্গে সঙ্গে পর্যটকদের সরিয়ে দেওয়া হয়। বারবারই এই ধরনের ঘটনা ঘটে থাকে হোয়াইট হাউসে। গত বছর এক ব্যক্তি প্রেসিডেন্টের দরজার সামনেই প্রায় পৌঁছে গিয়েছিলেন। ২৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে