কাশ্মীরে একসাথে সরকারি চাকরি গেল ৫৮ জনের
আন্তর্জাতিক ডেস্ক : সরকারি চাকরি করায় ভাব খান অন্য রকম কথা-বার্তায় ব্যবহারে তাদের পাশে বসা যায়না। খাতা কলমে প্রতিদিন অফিসে আছেন মূলত তিনি অফিসের বাহিরে সময় কাটাচ্ছেন। সরকারি কাজ বলেই চাকরিস্থলে উপস্থীত থাকতে এতো অবহেলা। সময় মতো চাকরির স্থলে অনুপস্থিতির কারণে সাসপেন্ড হলেন ৫৮ জন সরকারি কর্মচারী। রবিবার ঘটনাটি ঘটেছে মধ্য কাশ্মীরের বুদগাঁও জেলায়।
জানা গিয়েছে, শনিবার অনুপস্থিতির কারণেই ৫৮ জন সরকারি কর্মচারিকে সাসপেন্ড করল বুদগাঁও জেলা প্রশাসন। একসঙ্গে এতজনকে সাসপেন্ড বিষয়টি স্বীকার করে নিয়েছেন বুদগাঁওয়ের ডেপুটি কমিশনার মির আলতাফ আহমেদ। তিনি জানান, শিক্ষা, ক্রেতা সুরক্ষা ও জন সংযোগ এবং শ্রম বিভাগ সহ বিভিন্ন দফতরে শনিবার সরকারের পক্ষ থেকে পরিদর্শন করা হয়। দেখা যায়, এই সকল দফতরের মোট ৫৮ জন অনুপস্থিত। তাই ওই ৫৮ জনকে সাসপেন্ড করল বুদগাঁও জেলা প্রশাসন। আইন মোতাবেক অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি কর্মচারিদের শিক্ষা দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান মির আলতাফ।
২৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�