রক্তক্ষয়ী অভ্যুত্থানের হুমকি ইমরান খানের
আন্তর্জাতিক ডেস্ক : শোনা যাচ্ছে, রাজনৈতিক বিরোধের কারণেই সংসার ভাঙছে ইমরান খানের। আর এই রানিতী যদি হাত ফসকে চলে যায় তাহলে কি আর নিজেকে ঠিক রাখা যায়? শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক শক্তিগুলোকে ক্ষমতায় আসতে বাধা দিলে দেশে রক্তক্ষয়ী অভ্যুত্থান ঘটবে। এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি বা পিটিআই সভাপতি ইমরান খান। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
করাচিতে পিটিআই ও পাকিস্তান জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যৌথভাবে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ইমরান খান বলেন, মাত্র কয়েকশ’ পরিবারকে সাধারণ মানুষের রক্ত চোষার সুযোগ আর বেশিদিন দেবে না পাকিস্তানের জনগণ। আগামী ৫ ডিসেম্বর পাকিস্তানে তৃতীয় পর্যায়ের স্থানীয় সরকার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে এ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়।
ইমরান খান পাকিস্তানের নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বলেন, স্থানীয় পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর সঙ্গে দ্বৈত আচরণ করছে এ কমিশন। অনেক আসনে সরকারি দলকে কারচুপির মাধ্যমে জিতিয়ে দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
পিটিআই চেয়ারম্যান বলেন, রাজধানী ইসলামাবাদে তাকে স্বাধীনভাবে নির্বাচনি জনসভা করতে দেয়া হচ্ছে না; অথচ ক্ষমতাসীন মুসলিম লীগের নেতারা নির্বাচনি প্রচারের ক্ষেত্রে সব ধরনের আইন লঙ্ঘন করে যাচ্ছেন। কিন্তু পাকিস্তান নির্বাচন কমিশন এ ব্যাপারে চোখ-কান বন্ধ করে রেখেছে।
২৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�