আইএসআই-এর এজেন্ট সন্দেহে গ্রেফতার তৃনমূল নেতা
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সমরিক গুপ্তচর সংস্থার নাম হল আইএসআই। আইএসআইয়ের সদস্যরা পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েঢ রয়েছে। বিশেষ করে ভারতে আইএসআই-র তথপরতা অন্যঅন্য দেশ থেকে তুলনামূলক বেশী। বিভিন্ন সময় ভারতের বিভিন্ন রাজ্যে আএসআই সদস্যদের গ্রেফতার করেছে দেশটির প্রশাসন। এবার আইএসআই-র গুপ্তচর মিলল কলকাতায়।। ভারতের মিরাটে গ্রেফতার পাকিস্তান গুপ্তচরকে জেরায় মিলল মেটিয়াবুরুজে আরো তিন গুপ্তচরের হদিশ। ওই তিনজনকেও গ্রেফতার করেছে এসটিএফ। সোমবার তাদের আদালতে তোলা হবে।
আসফাক আনসারি। মহম্মদ ইরশাদ। এবং জাহাঙ্গির। মেটিয়াবুরুজের এই তিন বাসিন্দার কথাই জেরায় জানায় পাকিস্তান গুপ্তচর মহম্মদ ইজাজ।
কলকাতায় গুপ্তচর!
ইজাজকে জেরায় সূত্র পেয়েই কলকাতা এসটিএফ-এর সঙ্গে যোগাযোগ করে উত্তরপ্রদেশ পুলিশ। বৃহস্পতিবার সন্ধেতেই আটক করা হয় আসফাক আনসারি ও তার বাবা মহম্মদ ইরশাদকে।
আসফাক আনসারি হরিমোহন ঘোষ কলেজের ছাত্র সংসদের তৃণমূল প্রাক্তন সাধারণ সম্পাদক। মহম্মদ ইরশাদ গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৃণমূল শ্রমিক নেতা। পরিবারের দাবি, আসফাক ও ইরশাদ বাড়ি না ফেরায় বৃহস্পতিবার রাতেই গার্ডেনরিচ থানায় মিসিং ডায়েরি করে তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করা হয় মেটিয়াবুরুজের বাসিন্দা জাহাঙ্গিরকে। জাহাঙ্গির আসফাকের মামা। তদন্তকারীরা মনে করছেন, গ্রেফতারকৃত তিনজনই আইএসআই-র এর একটা মডিউলের অংশ। আরও তথ্য পেতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেফতারকারিদের।
৩০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ