সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ১২:৫৭:১৬

মহিলাদের সমান অধিকারের দাবি ইসলাম বিরোধী:মুসলিয়া

মহিলাদের সমান অধিকারের দাবি ইসলাম বিরোধী:মুসলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এক প্রভাবশালি মুসলিম নেতা। কেরালার কোঝিকোরে মুসলিম ছাত্র ফেডারেশনের এক সভায় সুন্নি নেতা এপি আব্বোবেকার মুসলিয়ার বললেন, 'পৃথিবীতে মহিলাদের জন্ম হয়েছে শুধুমাত্র সন্তান প্রসব করার জন্য।' এমনকি এই মুসলিম নেতা বলেন, 'পুরুষ-মহিলাদের সমান অধিকার দাবি করা আসলে ইসলাম বিরোধিতার সামিল।' ৭৬ বছর বয়সি এই মুসলিম নেতার দাবি, ' মহিলাদের কোনও মনের জোর নেই। কঠিন সময়ে পুরুষদের আড়ালে লুকিয়ে থাকতেই তারা ভালবাসে।' মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণের বিরোধিতা করে মুসলিয়া বলেন, পুরুষদের সমান কোনওদিনই মহিলারা হতে পারবে না। তাই ওসব সংরক্ষণের কোনও প্রয়োজন নেই।'' সম্প্রতি মাদ্রাসায় হেনস্থার ঘটনাকে ইসালম বিরোধী চক্রান্ত বলেও উড়িয়ে দিয়েছেন এই বর্ষীয়ান নেতা। ৩০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে