সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০১:৫৮:০৪

তিমি শিকারের সিদ্ধান্ত নিল জাপান

তিমি শিকারের সিদ্ধান্ত নিল জাপান

আন্তর্জাতিক ডেস্ক : কোন গবেষণার কাজে না কি ভোজনরসিকদের দাবি? সম্প্রতি আন্তর্জাতিক নিয়ামক সংস্থার তিমি ধরার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা উড়িয়ে দিয়ে জাপান আগামী বছরের মার্চ মাস থেকেই আন্টার্কটিকায় আবার তিমি শিকার শুরু করার ঘোষণা দিয়েছে। আগামী বছর জাপানে লক্ষ্য প্রায় ৩৩৩ মিঙ্ক তিমি শিকার। আগামী মাসেই এই তিমি শিকারিদের আন্টার্কটিকা রওনা হওয়ার কথা। এর আগে রাষ্ট্রপুঞ্জের আইনি শাখা জাপানের তিমি শিকারের উপর এক মরসুমের জন্য নিষেধাজ্ঞা জারি করে৷ এই ঘোষণার আগে, চলতি বছরের জুন মাসে, ইন্টারন্যাশনাল হোয়েলিং এজেন্সি জাপানের কাছে জানতে চায় ঠিক কি কারণে তারা আগামী ১২ বছরে চার হাজার তিমি শিকার করার লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ অন্য দিকে, জাপানের এই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার পরিবেশবিদরা৷ অন্য দিকে অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া জাপানের দাবি করেছে মিঙ্ক তিমি কোনও ভাবেই বিপন্ন প্রাণী নয়। ৩০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে