স্কুলের একমাত্র ছাত্র অ্যারন
আন্তর্জাতিক ডেস্ক : প্রতিটি স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্লাসে প্রথম হওয়ার লড়াইটা থাকে একে অপরের সাথে অনেক বেশী। কিন্তু সম্প্রতি পৃথিবীতে এমন এক স্কুলের সন্ধান পাওয়া গেছে যেখানে ছাত্রদের মধ্যে ক্লাসে প্রথম হওয়ার কোন লড়াই নেই। ওই স্কুলে ক্লাসে প্রথম হতে গেলে ছাত্র-ছাত্রীদের কোন কষ্টই করতে হয় না। কানর পুরো স্কুল জুরে মাত্র এক জন ছাত্র অ্যারন অ্যান্ডারসন আর সেই সব সময় ক্লাসে প্রথম হয়।
ওই আজব স্কুলটি ব্রিটেনের আউট স্কেরিস আইল্যান্ডে অবস্থিত। আর সেখানকার স্কেরিস কমিউনিটি স্কুলেই পড়াশোনা করে অ্যারন। এই দ্বীপটি ব্রিটেনের সবথেকে প্রান্তিক জায়গা বলা চলে। স্কুলটিতে রয়েছে দুটি ক্লাসরুম, একটি হাতের কাজের ঘর, অন্যটি মিউজিক রুম। টিফিনের সময় তার খেলার জন্য পড়ে থাকে গোটা মাঠ আর একটা বাস্কেট বল কোর্ট। সেখানে তার অবাধ বিচরণ।
তবে একটাই মাত্র ছাত্র রয়েছে মানে এই নয় যে স্কুলটা গরীব। শুধুমাত্র অ্যারনের পড়াশোনার খরচ বছরে লাগে ৭৫, ৩৭৫ ইউরো অর্থাৎ প্রায় ৭৫ লক্ষ টাকা। ব্রিটেনের সব শিশুদের মধ্যে পড়াশোনার খরচে সে অনেকটাই উপরে বলা চলে। অ্যারনের মায়ের মাঝে মধ্যে মনে হয় যে তার ছেলে একা হয়ে যাচ্ছে না তো? কিন্তু না, ছেলে এতেই বেশ খুশি। স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিশতে তার ভালো লাগে। সে অনেক কিছু শিখতে পারে। তবে মাঝে মাঝে তাকে আইল্যান্ডের বাইরে নিবে যাওয়া হয়। তখন অন্য ছেলেমেয়েদের সঙ্গে মিশতে খুব খুশি হয় সে।
একা একা স্কুলে কেমন লাগে, অ্যারান বলেন 'কখনও কখনও একটু অদ্ভুত লাগে। তবে এই আইল্যান্ড আমার খুব প্রিয়। এখানে আমি যেখানে খুশি ঘুরে বেড়াতে পারি। যখন ইচ্ছে সাঁতার কাটতে পারি।'
৩০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ