সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০২:৫৪:৪৩

যেই লেখকের বই কিনলেন ওবামা

যেই লেখকের বই কিনলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিখ্যাত লেখক সালমন রুশদির লেখা একটি বই কিনলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ঘটনাচক্রে সালমন রুশদির লেখা বই নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। দিল্লিতে এক অনুষ্ঠানে প্রাক্তন এই স্বরাষ্ট্রমন্ত্রী বইটি সম্পর্কে বলেছিলেন যে, সালমন রুশদির লেখা 'স্যাটানিক ভার্সেস' নামক বইটির উপর কংগ্রেস সরকারের নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত ভুল ছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম কংগ্রেস শাসনের বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব সামলেছেন। অতীতের ভুল অবলীলায় স্বীকার করায় স্বভাবতই অস্বস্তিতে পড়ে কংগ্রেস নেতৃত্ব। চিদম্বরমের মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই দুই মেয়ের সঙ্গে ওয়াশিংটনের একটি বইয়ের দোকানে যান আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। কাকতালীয়ভাবে তাদের কেনা নয়টি বই এর মধ্যে একটির লেখক মুম্বই শহরের সালমন রুশদি। ৩০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে