সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৪:৫৭:৫৭

হামলার পরের দিনই কাফেতে সালাহ

হামলার পরের দিনই কাফেতে সালাহ

আন্তর্জাতিক ডেস্ক : হামলার দিন তাকে প্যারিসের একটি মেট্রো স্টেশনের বাইরে দেখা গিয়েছিল। আর পরের দিন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি কাফেতে। পুলিশ তবু অন্ধকারেই। প্যারিসে হামলার সতেরো দিন পরেও হদিস নেই ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি সালাহ আবদেসলামের। তদন্তকারীদের একাংশের দাবি, এখনও সে ব্রাসেলসের গোপন ঘাঁটি থেকেই সিরিয়া পালানোর ছক কষছে। স্কাইপ-এ নিয়মিত যোগযোগ রাখছে বন্ধুদের সঙ্গে। ফ্রান্সের সঙ্গে তাই যৌথ ভাবে তল্লাশি অভিযান জারি রেখেছে বেলজিয়াম প্রশাসনও। হামলায় জড়িত সন্দেহে ঘটনার পরের দিনই আলি কুলকাডি নামে এক ফরাসি যুবককে ব্রাসলেস থেকে গ্রেফতার করে পুলিশ। সালাহ যে সে দিন কুলকাডি ও অন্য আর এক জনের সঙ্গে ব্রাসেলসের কাফেতেই ছিল, আজ তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কুলকাডির আইনজীবী ওলিভিয়ের মার্টিন্স। অবশ্য তার মক্কেল যে সালাহকে চিনতে পারেনি, তা-ও জানিয়েছেন তিনি। তার কথায়, ‘‘প্যারিসে হামলার সঙ্গে আলি কোনও ভাবেই জড়িত নয়।’’ হামলার দিন সে ব্রাসেলসেই ছিল বলে দাবি তার। তাহলে সালাহের সঙ্গে কাফেতে তার দেখা হল কী ভাবে? ওলিভিয়েরের কথায়, ‘‘১৪ নভেম্বরের সকালে আলির কাছে একটা ফোন আসে। বন্ধুর ফোন। তাকে আনতেই সন্ধে নাগাদ আলি শহরতলির একটা স্টেশনে পৌঁছয়। বন্ধুর সঙ্গে যে সে দিন সালাহও ছিল চিনতে পারেনি সে।’’ পুলিশ যে তাকে হন্যে হয়ে খুঁজবে, তা আঁচ করে সালাহ ছদ্মবেশ নিয়ে থাকতে পারে বলেও সন্দেহ আইনজীবীর। তবে বিস্ফোরণে জড়িত থাকার কথা সালাহ সে দিন গাড়িতে নিজেই কবুল করে বলে জানিয়েছেন ওলিভিয়ের। আগের দিন ঘটে যাওয়া হামলা নিয়ে আলোচনা চলতে থাকে কাফেতে বসেও। কুলকাডি এ সবের কিছুই জানতেন না বলে দাবি তার আইনজীবীর। কিন্তু সে নিজে কেন আগ বাড়িয়ে পুলিশকে সালাহর গতিবিধি জানায়নি? ওলিভিয়ের জানিয়েছেন, ভয় পেয়েই সে পিছিয়ে গিয়েছিল। তবে এখন সে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে বলেই দাবি তার। পুলিশ অবশ্য এখনই কুলকাডিকে নিরীহ বলতে নারাজ। কুলকাডির সঙ্গে সে দিন আরও পাঁচ জনকে গ্রেফতার কর হয়েছিল। গত কালই তাদের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে চার্জ গঠন করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, মহম্মদ আমরি এবং হামজা আত্তৌ নামের ধৃত দুই সন্দেহভাজনই সালাহকে প্যারিস থেকে ব্রাসেলসে নিয়ে আসে। ধৃতদের হেফাজতের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে কোর্ট। ৩০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে