সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৫:০৮:৩৮

আইএসের আয় ৮ মাসে ৮০ কোটি ডলার!

আইএসের আয় ৮ মাসে ৮০ কোটি ডলার!

আন্তর্জাতিক ডেস্ক : আইএসকে কারা কারা সাহার্য্য করছে এবং কি ভাবে সাহায্য এই সম্পর্কে কিছুদিন আগে জানা যায়। তবে এবার জানা গেল কি ভাবে গত ৮ মাসে আইএস ৮০ কোটি ডলার আয় করেছে। তুরস্কের কালোবাজারে তেল বিক্রি করে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ গত আট মাসে ৮০ কোটি ডলারের বেশি অর্থ আয় করেছে। আরটি'কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইরাকি সংসদ সদস্য মোয়াফফাক আর-রাবাই। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। তিনি বলেছেন, তুরস্কের কালোবাজারে আইএস যে তেল বিক্রি করেছে তা ইরাক ও সিরিয়ার সম্পদ। এসব তেল ট্যাংকারে করে ইরাক ও সিরিয়া থেকে তুরস্কের সীমান্তে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের চেয়ে অর্ধেক দামে এ তেল বিক্রি করা হয়েছে। ইরাকের এ সংসদ সদস্য আরো বলেন, তুরস্কের স্থাপনাগুলোতে শোধন করার পর এই তেল দেশটির ভেতরে বিক্রির পাশাপাশি পাইপযোগে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে এ তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়েছে। কালোবাজারে তেল বিক্রির অর্থ আইএসের বর্বরতা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অক্সিজেনের মতো কাজ করেছে। এ অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়া হলে দায়েশ দমবন্ধ হয়ে মারা যাবে বলে জানান তিনি। দায়েশের কালোবাজারে তেল বিক্রির বিষয়টি আংকারা যে জানতো সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই বলে উল্লেখ করেন তিনি। ৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে