পৃথিবীকে বদলে দিতে একজোট সেরা ধনীরা
আন্তর্জাতিক ডেস্ক : জনসাধাণের কাছে সাশ্রয়ী এবং কার্বনফ্রি বিদ্যুৎ পৌঁছে দিতে আজ সোমবার বিশ্বের প্রথম সারির শিল্পপতিরা একত্র হয়েছেন। ব্রেকথ্রু এনার্জি কোয়ালিশনের জন্যে এই শিল্পপতিরা এক সাথ হয়েছে। মূলত এই দূষণ যুক্ত অবস্থা থেকে পৃথিবীকে বদলে দিতেই এক জোট হচ্ছেন বিশ্বের শ্রষ্ট ধনীরা। এই তালিকায় রয়েছেন বিল গেটস, মুকেশ আম্বানি, রতন টাটা এবং জ্যাক মা-ও। এই আন্তর্জাতিক জোটে থাকবেন বিশ্বের ২৮ জন বিনিয়োগকারী, যারা সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং কার্বনফ্রি বিদ্যুত্ পৌঁছে দিতে পারবে জনসাধারণের নিকট। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
এই যৌথ উদ্যোগটির উপর থেকে পর্দা উঠবে মিশন ইনোভেশনের সঙ্গেই। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
বিল গেটস, মুকেশ আম্বানি, রতন টাটা এবং জ্যাক মা ছাড়াও এই জোটে থাকছেন ফেসবুকের মার্ক জুকারবার্গ, ব্রিটেনের ভার্জিন গ্রুপের রিচার্ড ব্র্যানসন, হিউলিট প্যাকার্ডের মেগ উইটম্যান। মনে করা হচ্ছে, পৃথিবীর প্রথম সারির এই সব উদ্যোগতারা যদি এগিয়ে আসেন পরিবেশ রক্ষার জন্যে, তাহলে বিভিন্ন দেশের সরকারের পক্ষেও সুবিধে হবে উন্নত প্রযুক্তির ব্যবহারে পৃথিবীর পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে আনতে।
পরিবেশ সম্মেলনের উদ্বোধন করবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এরপরেই সূচনা করা হবে আন্তর্জাতিক সৌর চুক্তি এবং ব্রেকথ্রু এনার্জি কোয়ালিশনের। বিভিন্ন দেশের সরকার এবং উদ্যোগতাদের এই যৌথ উদ্যোগ নন-ফসিল ফুয়েল এনার্জির দিকে পৃথিবীকে এগোতে সাহায্য করবে। পৃথিবীর বর্তমান এবং ভবিষ্যত্ প্রজন্মকে এক সুস্থ জীবন দেওয়ার উদ্দেশ্যেই এই প্রচেষ্টা।
৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�