তুরস্কের বদলে রাশিয়ার বাজারে
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আকাশে তুরস্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি রুশ বোমারু বিমান ধ্বংস করার পর থেকেই তুরস্কের রাশিয়া একের পর এক নিষেধাজ্ঞা জারি করে যাচ্ছে। তুরস্কের ওপর রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করার পর মস্কোয় বিভিন্ন ধরনের খাদ্য ও কৃষিজাত পণ্য সরবরাহ করার কথা বলেছে মিশর সরকার। সিরিয়ার আকাশে একটি রুশ বোমারু বিমান ধ্বংস করার পর তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
মিশরের শিল্প ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী তারেক কাবিল গতকাল (রোববার) মস্কোকে এ বিষয়ে একটি তালিকা দিয়েছেন। তিনি রাশিয়ার বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ডেনিস মানতুরভের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করেন। বৈঠকে মিশরের মন্ত্রী বলেন, তুরস্ক থেকে রাশিয়ায় যেসব পণ্য বিশেষ করে ফলমূল, শাক-সবজি, পোষাক এবং চামড়াজাত পণ্য যেত সেসব পণ্য সরবরাহ করতে কায়রো আগ্রহী। রাশিয়ার মোট চাহিদার শতকরা ৬৬ ভাগ ফলমূল ও শাক-সবজি তুরস্ক থেকে যেত।
গত ২৪ নভেম্বর সিরিয়ার আকাশে তুরস্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি রুশ বোমারু বিমান ধ্বংস করে। এ ঘটনার পর তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। জবাবে শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি নথিতে সই করেছেন।
৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�