সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ১১:৫৫:১৬

ইরাক-সিরিয়ায় ২০ হাজার মার্কিন সেনা পাঠানোর প্রস্তাব

ইরাক-সিরিয়ায় ২০ হাজার মার্কিন সেনা পাঠানোর প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলবিরোধী লড়াইয়ে অংশ নিতে সিরিয়া এবং ইরাকে ২০ হাজার মার্কিন সেনা মোতায়েনের প্রস্তাব করেছেন মার্কিন কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী সিনেটর। দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকে ১০ হাজার এবং সিরিয়াতে সমসংখ্যক মার্কিন সেনা মোতায়েন করতে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন এবং লিন্ডসে গ্রাহাম গতকাল রোববার ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। দায়েশবিরোধী লড়াইয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার কৌশলের সমালোচনা করেছেন এই দুই সিনেটর। সিরিয়ায় মাসের পর মাস দায়েশ সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালানো সত্ত্বেও সন্ত্রাসীদের নির্মূল করতে পারেনি আমেরিকা। বরং উল্টো প্রেসিডেন্ট আসাদবিরোধী কথিত ‘মধ্যপন্থি’ সন্ত্রাসীদের অস্ত্র এবং অর্থ দিয়ে মদদ দিয়ে আসছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর ওপর জোর দেন গ্রাহাম ও ম্যাককেইন। রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী গ্রাহাম বলেন, কেবলমাত্র স্থল সেনা মোতায়েন করার মাধ্যমেই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে নির্মূল করা সম্ভব। শুধুমাত্র বিমান হামলা যথেষ্ট নয় বলেও জানান তিনি। সিরিয়ায় সামরিক অভিযান জোরদার করতে ইউরোপীয় এবং আরব দেশগুলো থেকে গঠিত স্থল বাহিনীকে সামরিক পরামর্শ এবং প্রশিক্ষণ দেয়ার জন্য ১০ হাজার মার্কিন সেনা মোতায়েনের একটি প্রস্তাবের কথা জানান সিনেটের আর্মড সার্ভিস কমিটির প্রধান ম্যাককেইন। এছাড়া মিসর, তুরস্ক এবং সৌদি আরবের সমন্বয়ে গঠিত ১ লাখ সেনার শক্তিশালী বাহিনীকে মার্কিন সেনারা সামরিক এবং গোয়েন্দা সহায়তা দেবে বলেও ইরাকের রাজধানী বাগদাদ সফরে গিয়ে জানান এই দুই মার্কিন সিনেটর। সূত্র : রেডিও তেহরান ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে