‘বিশ্বে সন্ত্রাসবাদের প্রধান শিকার হচ্ছে মুসলিমরা’
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মুসলমানরাই সন্ত্রাসবাদের প্রধান শিকার হচ্ছে বলে জানান ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আজ-জাফারি। একই সঙ্গে তিনি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ বিশ্ব্যবাপী এ সন্ত্রাসবাদের ঘৃণা ছড়িয়েছে।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসীদেরকে একতাবদ্ধ করেছে যে জিনিসটি তা হচ্ছে ঘৃণা। তারা মরতে প্রস্তুত এবং তারা বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে হত্যাকাণ্ডের শিখারে পরিণত করতে প্রস্তুত। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সন্ত্রাসবাদের প্রধান শিকার হচ্ছে মুসলমানেরা।” বার্তা সংস্থা এপি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
জাফারি বলেন, ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্প্রতি যে সন্ত্রাসী হামলা হয়েছে তার মাধ্যমে দায়েশ সন্ত্রাসবাদের নতুন মাত্রা যোগ করেছে যা থেকে বিশ্বের কোনো দেশই হয়ত বাকি থাকবে না। তিনি আরো বলেন, সারা বিশ্ব দায়েশ এবং আল-কায়েদার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে অনেক বেশি দেরি করেছে। এখন কোনো দেশের পক্ষেই আর শান্তিতে থাকা সম্ভব হচ্ছে না।
০১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�