মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৩:২৮:০১

ব্রাজিলে জেলেবন্দি সুন্দরী প্রতিযোগিতা

 ব্রাজিলে জেলেবন্দি সুন্দরী প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক : ভাল মানুষ কখনো জেলে যায় না। কোন অপরাধ কর্মের সাথে জড়ালে বা করলে সেই মানুষের স্থান হয় জেল। এই জেলের ভিতর কয়াদীদের অপরাধ থেকে বেড়িয়ে আসার উৎসাহ দেয়ার জন্য করা হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। কিন্তু এবার সব অনুষ্ঠানকে পিছে ফেলে সম্প্রতি ব্রাজিলে হল জেলেবন্দি সুন্দরী প্রতিযোগিতা। অংশ নিলেন ব্রাজিলে বিভিন্ন অপরাধে জেল থাকা মহিলা কয়েদিরা। আর সাধারন পাঁচটা বিউটি কনটেস্টে যেভাবে সেরা সুন্দরী বাছাই করা হয় জেলবন্দি সুন্দরী প্রতিযোগিতাতেও তাই হল। বিকিনি রাউন্ড থেকে কোয়েশ্চেন রাউন্ড। বিভিন্নভাবে জেলবন্দি সুন্দরীদের যাচাই করা হল। পুরো অনুষ্ঠানটি উপস্তাপনা করলেন ব্রাজিল বিখ্যাত মডেল-অভিনেত্রী ক্যারোল নাকামুরা। এই সুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট পরলেন মিশেল নেরি রাঙ্গেল। ২৭ বছরের এই কয়েদি সুন্দরী ২০১০ সালে অবৈধ দেহব্যবসা- ড্রাগ পাচার ও ডাকাতি মামলার দায়ে গ্রেফতার হন। মিশেল শুধু সৌন্দর্যে নয় প্রশ্নের চমকপ্রদ জবাব দিয়ে সেরা সুন্দরীর খেতাব পেলেন। ব্রাজিলে মহিলাদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে। গত দশ বছরে রেকর্ড সংখ্যাক মহিলা ব্রাজিলের জেলে বন্দি অবস্থায় রয়েছেন। ব্রাজিলে ৬ লক্ষ মানুষ বন্দি। বিশ্বের মধ্যে চতুর্থ। ব্রাজিলের সব জেল মিলিয়ে ৩ লক্ষ ৭৭ হাজার মানুষকে বন্দি রাখার ক্ষমতা রয়েছে। সেখানে ব্রাজিলে ৬ লক্ষ মানুষ বন্দি অবস্থায় আছেন। ১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে