ভয়ানক সাজে রুশ সুখোই
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি তুরস্কে রাশিয়ার বিমান ভূপতিত ঘটনার পর সিরিয়ায় মোতায়েন সুখোই-৩৪ মডেলের রুশ জঙ্গি বিমানগুলোয় অন্য বোমা ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রথমবারের মত আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও সজ্জিত করা হয়েছে এবং এইসব বিমান আজ প্রথমবারের মত সামরিক অভিযান চালিয়েছে।
এই জঙ্গি বিমানের ক্ষেপণাস্ত্রগুলোতে রয়েছে টার্গেট-সন্ধানী যন্ত্র এবং সেগুলো বিমানটির চারদিকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকা উড়ন্ত টার্গেট বা অন্য বিমান ও তার ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে সক্ষম। রুশ বিমান বাহিনীর মুখপাত্র ইগোর ক্লিমোভ এইসব তথ্য দিয়েছেন।
সম্প্রতি তুরস্কের একটি এফ-১৬ জঙ্গি বিমান রাশিয়ার একটি সুখোই-২৪ মডেলের জঙ্গি বিমানকে ভূপাতিত করেছে। তুরস্ক দাবি করছে যে রুশ বিমানটি সিরিয়ার আকাশসীমা ছেড়ে তুরস্কের আকাশ-সীমায় প্রবেশ করেছিল। কিন্তু মস্কো এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী রাশিয়ার বিমানটি কখনও সিরিয়ার আকাশ-সীমার বাইরে যায়নি।
এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী দাউদ উগ্লু আজ বলেছেন যে আঙ্কারা এ ঘটনার জন্য ক্ষমা চাবে না। আজ ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। তুর্কি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিজ দেশের আকাশসীমা রক্ষার ক্ষেত্রে তাদের ‘দায়িত্ব পালন করেছেন’ বলে তিনি দাবি করেন।
এদিকে প্যারিসে আবহাওয়া বিষয়ক সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেও তা প্রত্যাখ্যান করেছেন পুতিন। রুশ বিমান ভূপাতিত করার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।-রেডিও তেহরান
১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ