মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৬:২১:৫৩

‘৮০০ বছর পর ভারতে হিন্দু শাসক’

‘৮০০ বছর পর ভারতে হিন্দু শাসক’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বিতর্কে বিগত কয়েক মাস জাবদ তোলপাড় শুরু হয়েছে পার্লামেন্টে। এবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে লক্ষ্য করে সিপিএমের সাংসদ মোহাম্মদ সেলিম এর এক মন্তব্য নিয়েই তোলপাড় শুরু হয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়। সোমবার বামপন্থী দল সিপিএমের সাংসদ মোহাম্মদ সেলিম বলেন, “ধর্মীয় অসহিষ্ণুতা বৃদ্ধি পাওয়ার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর এক মন্তব্যের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ‘৮০০ বছর পর আবারও ভারতে কোন হিন্দু শাসক ক্ষমতাসীন হলো’।” তিনি লোকসভায় প্রশ্ন তোলেন, ‘এই মন্তব্য কি আদৌ গণতান্ত্রিক? ধর্ম নিরপেক্ষ? এটা কি সংবিধান পরিপন্থী নয়?’ এদিকে রাজনাথ সিং মোহাম্মদ সেলিমের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মোহাম্মদ সেলিম আমাদের পুরনো বন্ধু। তিনি একটি গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি কী বলতে পারেন আমি কখন কোথায় এ মন্তব্য করেছি! না পারলে তাকে এই অভিযোগের জন্য ক্ষমা চাইতে হবে।’ সেলিম ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বরং ওই আর্টিকেলের লেখককে মোকাবেলা করুন।’ এদিকে, এই বাদানুবাদের পর সামাজিক মাধ্যম টুইটারে অনেকেই জানিয়েছেন, প্রকৃতপক্ষে এই মন্তব্য করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিঙ্ঘাল যিনি কয়েক সপ্তাহ আগে মারা গেছেন।-এনডিটিভি। ১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে