মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪১:৩৫

তাজমহল কি হিন্দু মন্দির?

তাজমহল কি হিন্দু মন্দির?

আন্তর্জাতিক ডেস্ক : তাজমহল পৃথিবীর অন্যতম সৌন্দর্যের প্রতীক ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মমতাজ মহল নামে পরিচিত ছিলেন, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৪৮ খ্রিস্টাব্দে। তবে এই প্রাচীন সৌধটি নিয়ে এখন শোনা যাচ্ছে অমূলক কিছু কথা। যেমন : তাজমহল একটি হিন্দু মন্দির, এবং এই বক্তব্যের সমর্থনে যথেষ্ট প্রমাণাদি হাতে রয়েছে দাবী করেছিলেন ভারতের একদল আইনজীবী। বিবিসির এক প্রতিবেদনে এখবর দিয়েছে। তাদের সেই বক্তব্যকে খণ্ডন করে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহেশ শর্মা বলেছেন, এমন কোন প্রমাণ তারা আজ পর্যন্ত খুঁজে পাননি। আইনজীবীর এই দাবী অমূলক বলেও তিনি মন্তব্য করেন। গত বছর আগ্রার কয়েকজন আইনজীবী আদালতে দায়ের করা এক পিটিশনে দাবী করেন, তাজমহল আসলে হিন্দু দেবতা শিবের জন্য নির্মিত এক মন্দির। সেজন্য আদালতের কাছে তাজমহলকে হিন্দুদের কাছে হস্তান্তরেরও আহ্বান জানিয়েছিলেন ঐ আইনজীবীরা। তাহলে আসলেই কি তাজমহল একটি হিন্দু মন্দির? সতের শতকে মুঘল সম্রাট শাহ জাহান নিজের তৃতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই সমাধিসৌধ নির্মাণ করেন, যিনি ১৪তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন। তাজমহল দেখতে প্রতিদিন গড়ে ১২০০ দেশী বিদেশী দর্শনার্থী আসেন। ১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে