মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৪:৪১

এবার ওবামা-পুতিন

এবার ওবামা-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব সম্মেলন। জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের এই সম্মেলনে দ্বিপাক্ষিক রাজনৈতিক বিষয় নিয়ে অনির্ধারিত এক বৈঠকে বসেন দুই পরাশক্তির শীর্ষ দুই নেতা পুতিন-ওবামা। বৈঠকে সিরিয়া, ইসলামিক স্টেট, প্যারিস হামলা নিয়ে আলোচনা করেন এই দুই নেতা। প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আধ ঘন্টার এই বৈঠকে এ দুই নেতার আলোচনায় প্রাধান্য পায় সিরিয়া, প্যারিস হামলা, ইউক্রেন এবং সন্ত্রাসবাদ বিশেষ করে ইসলামিক স্টেট (আইএস) প্রসঙ্গ। রুশ যুদ্ধবিমান ইস্যুতে তুরস্কের বিরুদ্ধে ক্ষুব্ধ রাশিয়াকে শান্ত হওয়ার আহ্বান জানান ওবামা। তুরস্কের হামলায় রুশ বিমান বিধ্বস্ত এবং পাইলট নিহতের ঘটনায় সমবেদনাও জানান মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের বিষয়ে রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ বিমান ভূপাতিত ও পাইলট নিহতের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সমবেদনা জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়াও দুই শীর্ষ নেতা সিরিয়া প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সেখানে উভয় দেশের নেতা সিরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে একমত প্রকাশ করেন। তবে সিরিয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাড়ানোর প্রশ্নে আগের অবস্থান থেকে সরে আসেননি মার্কিন প্রেসিডেন্ট। এই নিয়ে এক মাসে শীর্ষ দুই ক্ষমতাশালীর এটি দ্বিতীয় বৈঠক। এর আগে জি-২০ সম্মেলনে প্রায় আধ ঘণ্টার এক বৈঠকে বসেছিলেন পুতিন-ওবামা। ১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে