মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৫:২১:২৭

এবার রাশিয়া আটকে দিল তুর্কি ট্রাক

এবার রাশিয়া আটকে দিল তুর্কি ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পণ্যবাহী প্রায় সাড়ে ১২ হাজার ট্রাককে নিজের ভূখণ্ডে ঢুকতে দিচ্ছে না রাশিয়া। এ সব ট্রাক রুশ সীমান্তে আটকা পড়েছে বলে জানিয়েছে তুর্কি শিপিং অ্যাসোসিয়েশন। গত চার দিন ধরে এ অবস্থা চলছে বলে জানিয়েছেন তুরস্কের আন্তর্জাতিক শিপার্স অ্যাসোসিয়েশন বা ইউএনডি’র নির্বাহী পরিচালক ফাতিন সেনার। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। তিনি আরো জানান, তুরস্কের মালবাহী যেসব ট্রাক রাশিয়ায় ঢুকেছে কাস্টমসে তাদের পণ্য খালাস করতেও দেয়া হচ্ছে না। এ ছাড়া, রোমানিয়া, বুলগেরিয়া, কাজখস্তান এবং মোলদোভার যে সব ট্রাক তুর্কি মালামাল গ্রহণ করছে তাদের বেলায়ও একই ঘটনা ঘটছে বলে জানান তিনি। এদিকে ট্রানজিটের জন্য বিকল্প পথ খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন ফাতিন সেনার। তিনি বলেছেন, মধ্য এশিয়াগামী ট্রাকগুলোকে আজারবাইজানের মধ্যদিয়ে পাঠানো যাচ্ছে। তবে এতে যাতায়াত খরচ অনেক বেড়ে যাবে। গত ২৪ নভেম্বর সিরিয়ার সীমান্তের ভেতর রুশ এসইউ-২৪এম বিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এ ঘটনাকে কেন্দ্র মস্কো-আংকারা সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা তুঙ্গে রয়েছে। ১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে