মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৬:২৯:৫২

‌‘আইএস' ধ্বংসে ফ্রান্সের পাশে জার্মানি

‌‘আইএস' ধ্বংসে ফ্রান্সের পাশে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ফ্রান্সর রাজধানী প্যারিসে হামলার পর ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাঁদ। এই যুদ্ধ ঘোষণার পর থেকে তিনি বিশ্বনেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে জার্মানি ফ্রান্সের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে গেল বুধবার প্যারিসের ‘প্লাস দ্য লা রেপুবলিক'-এ গোলাপি রংয়ের গোলাপ দিয়ে ১৩ নভেম্বরের হামলায় নিহতদের স্মরণ করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ওলঁদ। এরপর শুরু হয় দুই দেশের দুই নেতার বৈঠক। সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ‘সিরিয়া ও ইরাকে দায়েশ (আইএস এর অন্য নাম)-এর বিরুদ্ধে লড়তে জার্মানি আরেকটু বেশি ভূমিকা রাখতে পারে।’ এর জবাবে ম্যার্কেল জার্মানি কীভাবে এই ‘অতিরিক্ত দায়িত্ব' পালন করতে পারে সে ব্যাপারে ‘শিগগিরই' সিদ্ধান্ত নেয়ার অঙ্গীকার করেন। আইএস-এর সঙ্গে যুদ্ধে ফ্রান্সের পাশে থাকার অঙ্গীকার করে ম্যার্কেল বলেন, ‘আমরা সন্ত্রাসীদের চেয়ে শক্তিশালী হব।’ এদিকে বুধবার জার্মানি জানিয়েছে, যে তারা পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সাড়ে ছয়শ সৈন্য পাঠাবে। এর ফলে ঐ দেশে ‘জিহাদি'দের সঙ্গে লড়াইরত ফরাসি সৈন্যদের দায়িত্ব একটু কম হতে পারে বলে মনে করা হচ্ছে। ম্যার্কেলের সঙ্গে বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে কথা বলেছেন। ক্যামেরনও ওলাঁদকে সমর্থনের কথা জানান। ব্রিটেন ইতিমধ্যে সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে আকাশ থেকে হামলা চালাচ্ছে। ক্যামেরন বৃহস্পতিবার ব্রিটিশ সংসদে আইএস-এর বিরুদ্ধে লড়তে তার নতুন প্রস্তাবের কথা উত্থাপন করবেন। এরপর আগামী সপ্তাহে ব্রিটিশ সাংসদরা ক্যামেরনের প্রস্তাব নিয়ে ভোটে অংশ নেবেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস বিরুদ্ধে লড়তে ওলাঁদকে রাশিয়াকে সঙ্গে নেয়ার পরামর্শ দিয়েছেন। আসছে বৃহস্পতিবার ওলাঁদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ০১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে