বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ১২:০২:৪৬

বুর্জ খলিফার রেকর্ড ভাঙ্গবে যে টাওয়ার!

বুর্জ খলিফার রেকর্ড ভাঙ্গবে যে টাওয়ার!

আন্তর্জাতিক ডেস্ক : মানুষের আধুনিক সভ্যতা আরও উঁচুতে হাত বাড়াতে চলেছে। দুনিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার দুবাইযের বুর্জ খলিফাকে ছাপিয়ে সৌদি আরবের জিদ্দায় তৈরি হচ্ছে ১৭০ তলা গগণচুম্বি অট্টালিকা। সৌদি আরবের এক ইঞ্জিনিয়ার এই ১৭০তলা বিল্ডিংয়ের নকশা জমা দিয়েছেন। এটি তৈরি করতে খরচ হতে পারে প্রায় দুই লক্ষ কোটি ইউরো। রেড সি সিটি শহরে এই বিল্ডিংয়ের নাম হতে চলেছে জিদ্দা টাওয়ার। সৌদি আরবের রাজপরিবার এই বিল্ডিং তৈরির জন্য চুক্তিও সেরে ফেলেছেন। মোট এক কিলোমিটার বা ৩ হাজার ৩০০ ফুট জায়গা জুড়ে তৈরি হবে এই ১৭০ তলা টাওয়ার। জিনিউজের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। বুর্জ খলিফায় আছে ১৬৩টি তলা। বুর্জ খলিফার নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ সালে, আর শেষ হয় ২০০৯ সালে। এটি তৈরীতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। এই ভবনে ১,০৪৪টি অ্যাপার্টমেন্ট আছে। ১৫৮তলায় আছে একটি মসজিদ। ৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল। আরো আছে ১৬০ কক্ষবিশিষ্ট একটি হোটেল। ১২৪তম তলায় দর্শকদের জন্য প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে। এ ভবনে সংস্থাপিত কোনো কোনো লিফটের গতিবেগ ঘণ্টায় ৪০ মাইল। ২০০৪ খ্রিস্টাব্দে শিলান্যাসের পর থেকে অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়েছে। এরকম বেশ কিছু দিন গেছে যে দিন ১২ হাজার নির্মাণ কর্মী একযোগে নির্মাণ প্রক্রিয়ায় নিযুক্ত ছিল। সে সময় প্রতি তিন দিন পর পর একটি ছাদ তৈরি করা হয়েছে। ১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে