বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০১:৪৪:৫৯

পা দিয়ে বিমান চালায় যে পাইলট

পা দিয়ে বিমান চালায় যে পাইলট

আন্তর্জাতিক ডেস্ক : রাস্তায় গাড়ি চালাতে যেমন লাইসেন্সের প্রয়োজন তেমনি আকাশ পথে পাইলটরা লাইসেন্স ছাড়া বিমান চালাতে পারে না। আর এই বিমান চালানোর জন্য পাইলটের লাইসেন্স পাওয়া মুখের কথা নয়। এমন এক পাইলট আছে যার লাইসেন্স আছে কিন্তু বিমান চালানোর জন্য হাত নেই। এটা অবিশ্বাস্য! তবে সেটাই সত্যি হয়েছে জেসিকার সঙ্গে। জেসিকা কক্স বিশ্বের একমাত্র মহিলা যাঁর হাত না থাকা সত্ত্বেও তিনি পেয়েছেন পাইলটের লাইসেন্স। শারীরিক কিংবা মানসিক সব বাধা কাটিয়ে উঠেছেন আরিজোনার জেসিকা কক্স। জন্ম থেকেই হাত নেই তার। কিন্তু ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল কিছু একটা করে দেখানোর। যেটা তিনি করতে পারেন না এমন কাজেই মন দেওয়া শুরু করেছিলেন তিনি। এরপর পুরো চমৎকার করে দেখালেন সবাইকে।। ১৪ বছর বয়সে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পান তিনি। গিনেস বুকেও রয়েছে তার নাম। কিভাবে নিত্য নৈমিত্তিক কাজ করেন তিনি? পা দিয়ে সারেন স্নান, খাওয়া, জামাকাপড় পরা, এমনকী গাড়ি চালানোও। তিনি বুঝে যান সারাজীবন সবকিছু অন্যদের থেক আলাদাভাবেই করতে হবে। এরপর ধীরে ধীরে প্রকাশ পায় তার আকাশে ওড়ার স্বপ্ন। প্রথমে পা দিয়ে গাড়ি ড্রাই করা শেখানো হয় তাকে। তিনি লাইসেন্সের পরীক্ষায় পাসও করে যান। কিন্তু এক প্রতিবেশী তার নামে অভিযোগ করে যে তার গাড়ি চালানো নিরাপদ নয়। এরপর বিমান চালানো শেখার আগে তিনি এটা বুঝিয়ে দেন যে পা দিয়ে তিনি সবকিছুই করতে পারেন। তিন বছর ধরে প্র্যাকটিস করার পর ২০০৮ সালে তিনি পাইলটের লাইসেন্স পান। জেসিকা বিশ্বাস করেন, হাল ছেড়ে দেওয়াটা এমন কিছু বড় ব্যাপার নয়। কিন্তু কিছু ধরে রাখার কাজটাই আসল। তবে একটা কাজ তিনি নিজে এখনও করতে পারেন না। সেটা হল নিজের চুল বাঁধতে পারেন না জেসিকা। তার স্বামী প্যাট্রিক চেম্বারলিন তাকে এটা করে দেন। ২, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে