আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মেডিকেল সেক্টরে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী নেপালের। সম্প্রতি বাংলাদেশে পড়তে আসা নেপালি নারী শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন দেশটির আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাং। তবে এর জেরেই মন্ত্রীকে পদত্যাগ করতে হলো ।
মঙ্গলবার কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, 'নারীদের ব্যাপারে খুব স্পর্শকাতর মন্তব্য করেছিলাম। আমার এই মন্তব্যের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।' ওই সম্মেলনেই তিনি পদত্যাগ করেন। জানা গেছে, দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিজেই শের বাহাদুর তামাংকে সরে যেতে বলেন। এরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
গত ২০ জুলাই নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে মন্ত্রী শের বাহাদুর তামাং বলেছিলেন, মেডিকেল সেক্টরে যারা বাংলাদেশে লেখাপড়া করতে যায়, তারা সার্টিফিকেট পেতে নিজেদেরকে বিক্রি করতে বাধ্য হতে হয়।' সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা। যার ফলে আজ তাকে পদত্যাগ করতে হয়।
মন্ত্রীর এমন মন্তব্য নেপালে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। নেপালি শিক্ষার্থীরা বলেন, 'কোন ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই মন্ত্রী মানহানিকর বক্তব্য দিয়েছেন। অথচ তিনি কখনো বাংলাদেশে পড়তে যাওয়া নারী শিক্ষার্থীদের কাছে এ ব্যাপারে কিছু শোনেননি। আমরা বাংলাদেশে কষ্ট করেই পড়াশোনা করি।' বাংলাদেশ থেকে এমবিবিএস পাশ করা রোজি মানান্ধার বলেন, 'কোন প্রমাণ ছাড়াই মন্ত্রী এসব একথা বলেছেন। অথচ সার্টিফিকেট পেতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে।'