বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৫:২৪:২২

বিশ্ব বাঁচাতে এক কাতারে বিশ্ব ধনীরা

বিশ্ব বাঁচাতে এক কাতারে বিশ্ব ধনীরা

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীকে বাসযোগ্য করার শপথ নিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস! প্যারিসের জলবায়ু সম্মেলনের মঞ্চে সোমবার গেটসের নেতৃত্বে তৈরি হল বিশ্বের তাবড় ২৮ জন শিল্পপতির মহাজোট ‘ব্রেকথ্রু এনার্জি কোয়ালিশন’। বিশ্বের জলবায়ুর পরিবর্তন ঠেকাতে জীবাশ্ম-জ্বালানির পরিবর্তে বিকল্প শক্তি উৎপাদন প্রযুক্তি তৈরি করতে কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করবে এই শিল্পপতি-জোট। মাইক্রোসফ্‌ট প্রতিষ্ঠাতার পাশাপাশি এই জোটে রয়েছেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গ, অ্যামাজনের সিইও জেফ বেজোস, রিলায়্যান্সের চেয়ারম্যান মুকেশ অম্বানী, রতন টাটা, প্যাট্রিস মতসেপে প্রমুখ। সোমবার গেটস সাংবাদিকদের বলেন, ‘‘বাস্তবায়িত হলে এটা ম্যাজিকের মতো কাজ করবে।’’ প্যারিসের জলবায়ু সম্মেলনের আলোচ্য বিষয়গুলির অন্যতম খনিজ তেল বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে বিষাক্ত গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের রাস্তা বের করা। ছ’বছর আগে কোপেনহেগেনের জলবায়ু বৈঠক ভেস্তে যাওয়ার পরে এই প্যারিস বৈঠকই নতুন জলবায়ু পরিবর্তনে দিশা দেখাবে বলে মনে করছেন বিজ্ঞানীদের একটা বড় অংশ। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর দ্বন্দ্ব উস্কে প্যারিস সম্মেলনের শুরুতেই ‘সতর্ক’ করা হয়েছে ভারত ও চিনের মতো জনবহুল দেশগুলোকে। উঠে এসেছে বেজিংয়ের দূষিত ‘অরেঞ্জ’ বাতাসের প্রসঙ্গ। কয়লা ব্যবহার কমানো নিয়ে ভারত, চিনের উপর চাপ বাড়িয়েছে আমেরিকা। উন্নয়নশীল দেশগুলির তরফে জানানো হয়েছে, বিশ্বে উষ্ণায়ন বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী উন্নত দুনিয়া। এই চাপান উতোরের মধ্যেই আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সম্মেলনে। তা হল ব্যয়ভারের প্রশ্ন। জীবাশ্ম-জ্বালানি ছেড়ে পুনর্ব্যবহার যোগ্য জ্বালানির ব্যবহার করার দিকে এগোলে উৎপাদন খরচের যে বিপুল বোঝা বাড়বে তার ভার বহন করবে কে? কী ভাবেই বা ভাগ হবে ব্যয়ের অঙ্ক? সেই খরচ জোগানোর কাজই করতে চাইছে ‘ব্রেকথ্রু’ মহাজোট। গেটসের কথায়, ‘‘এমন বহু জিনিসই আছে যেখানে ঝুঁকির ভাগটাই বেশি। কিন্তু সেটা বাস্তবায়িত করা গেলে বিশ্ব জুড়ে তার প্রভাব পড়বে।’’ এক কথায়, পুনর্ব্যবহার যোগ্য শক্তি উৎপাদন করতে নতুন নতুন ভাবনা এবং প্রযুক্তিকে আর্থিক সাহায্য দেবে এই জোট। তাড়াতাড়ি হয়তো ফল পাওয়া যাবে না, তবে এই প্রকল্প পৃথিবীকে বাঁচাতে দীর্ঘমেয়াদি ফল দেবে বলেই আশা করছেন গেটস এবং তাঁর জোট সঙ্গীরা। জলবায়ু সম্মেলনে এই আর্থিক ব্যয়ভারের প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে এসেছে। আর সেই মঞ্চেই ‘ব্রেকথ্রু’ মহাজোটের উদ্যোগ আশার আলো দেখিয়েছে বিজ্ঞানী মহলকে। জলবাযুর পরিবর্তন নিয়ে পদক্ষেপের এটাই যে উপযুক্ত সময়— এক বাক্যে মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের কথায়, ‘‘প্যারিস সম্মেলন শেষ নয়। নতুন অধ্যায় শুরু হবে এখানেই।’’ ২, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে