হিলারির অঙ্গিকার
আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে মার্কিন স্থল সেনা না পাঠানোর অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার ‘সিবিএস দিজ মর্নিং’ অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার করেন।
হিলারি বলেন, “আমি মনে করি দায়েশকে পরাজিত করার সবচেয়ে ভালো উপায় বিমান হামলা চালানো। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এ হামলায় নেতৃত্ব দিচ্ছে।”
তিনি আরও বলেন, “স্থল সেনা পাঠানোর আগে প্রশিক্ষণ, ক্ষমতায়ন, সরঞ্জাম সরবরাহসহ সাইবার ক্ষেত্রে সক্ষমতা তৈরি করতে হবে। কারণ ভুললে চলবে না, দায়েশ অনলাইনেও ভীতিকর শত্রুতা করে যাচ্ছে।”
প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে সিরিয়ায় ৫০ জনেরও কম নন-কমব্যাট সদস্য পাঠানোর অনুমোদন দিয়েছেন। তারা দায়েশবিরোধী লড়াইয়ে পরামর্শ দিয়ে স্থানীয় স্থল সেনাদের সহায়তা করবে।
তবে তারা সিরিয়ায় আদৌ পৌঁছেছে কি-না তা এখনও স্পষ্ট নয়।
হিলারি বলেন, “রিপাবলনিকানদের পক্ষ থেকে যে হাজার হাজার স্থল সেনা পাঠানোর সুপারিশ করা হচ্ছে, আমার মনে হয় তা ফলপ্রসূ হবে না।”
সাবেক ফার্স্টলেডি আরও বলেন, “ইরাক ও সিরিয়ায় মার্কিন কমব্যাট সেনা না পাঠানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের যে অবস্থান তার সঙ্গে আমি একমত। আর আমরা এটি করতেও যাচ্ছি না।”
২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ
�