বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪৭:১৫

একশ‌’ বছরেও যা দেখেনি চেন্নাই!

একশ‌’ বছরেও যা দেখেনি চেন্নাই!

আন্তর্জাতিক ডেস্ক : এমনিতেই জলমগ্ন গোটা তামিলনাড়ু। এরই মধ্যে দুর্যোগ ক্রমেই বাড়ছে চেন্নাইয়ে। ভারী বৃষ্টি থামার কোনও লক্ষণই নেই। পরিস্থিতি সামাল দিতে জোর কদমে চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে সেনাবাহিনী। কিন্তু বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপটে উদ্ধারকাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে সেন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। থমকে গিয়েছে জনজীবন। পথঘাট, রেল লাইন থেকে শুরু করে বিমানবন্দর জলে ডুবে রয়েছে সব। রানওয়েতে জল জমে যাওয়ায় বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ। বিদ্যুত্‍‌ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। নেই মোবাইলের কোন নেটওয়ার্ক টাওয়ার। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে গোটা রাজ্যে। বন্যা পরিস্থিতি সামাল দিতে বুধবার সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশ বিষয়কমন্ত্রী সুষমা স্বরাজ ও সংসদ বিষয়কমন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরে জরুরি বৈঠক হবে রাজ্য মন্ত্রিসভাতেও। হেলকপ্টারে উদ্ধারকাজ চালানো হচ্ছে। কিন্তু রাতভর বৃষ্টি হওয়ায় বহু মানুষের কাছেই ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ। কয়েকশো মানুষ আটকে পড়েছেন চেন্নাই এয়ারপোর্টে। রাস্তা ডুবে যাওয়ায় স্তব্ধ যানচলাচল। সব অফিস, স্কুল, কলেজ ছুটি ঘোষণা করে দিয়েছে। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ুসেনারাও। শুধু চেন্নাইবাসীই নয়, চিকিত্‍‌সা করাতে বা কাজের সূত্রে অন্যান্য রাজ্য থেকেও চেন্নাইয়ে গিয়ে বিপদে পড়েছেন কয়েক হাজার মানুষ। তাদের সুবিধার্থে টোল ফ্রি হেল্পলাইনগুলি হল, রাজ্য ইমার্জেন্সি নম্বর ১০৭০, জেলা ইমার্জেন্সি নম্বর ১০৭৭ ও বিদ্যুত্‍‌ ১৯১২, ফায়ার অ্যান্ড রেসকিউ ১০১। হাওয়া অফিস জানিয়েছে, এরকম বৃষ্টি চলবে অন্তত চার দিন। প্রসঙ্গত, গত ১০০ বছরেও এরকম বৃষ্টি হয়নি চেন্নাইয়ে। ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে