বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৬:৩৭

এবার টার্গেট আফগানিস্তান

এবার টার্গেট আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় সন্ত্রাসী হামলার শঙ্কা। এবার জঙ্গিদের টার্গেটে কাবুল কিংবা আফগানিস্তানের কোনও একটি জায়গা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই হামলা ঘটতে পারে বলে ইতোমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে কাবুলে থাকা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে। এক গোয়েন্দা বার্তায় কাবুলের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধু একটি জায়গায় নয়, আফগানিস্তানের অন্য কয়েকটি জায়গাতেও হানা দিতে পারে জঙ্গিরা। এই ব্যাপারে আফগান সরকারকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এখবর দিয়েছে। সোমবার দূতাবাসের ওয়েবসাইটে এ কথা জানিয়ে রাজধানী কাবুল তো বটেই, গোটা আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের সব রকম ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কাবুলের মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ কথাও জানানো হয়েছে, জঙ্গিরা কখন, কোথায়, হানাদারি কী ভাবে চালাবে, তা পুরোপুরি জানা যায়নি। হানাদারির লক্ষ্য কোন কোন এলাকা, সেটাও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে, মার্কিন গোয়েন্দারা মনে করছে, দীর্ঘদিন কাবুল সহ আফগানিস্তানের একাধিক হামলার দায়ভার স্বীকার করেছে তালিবানরা। এবার তাদের সঙ্গে হাত মিলিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইও। ফলে, হামলা আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে দেশের নাগরিক তো বটেই, এই মুহূর্তে আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদেরও চূড়ান্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। যদিও প্যারিস হামলার পর পরেই দেশের নাগরিকদের অন্তত্য দুবছরের জন্য আফগানিস্তানে ঘুরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে