বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৯:২৩

শীর্ষে নেওয়াজ শরিফ

শীর্ষে নেওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে শীর্ষস্থানে রয়েছে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজ বা পিএমএল-এন। এ নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই। ১৯৭৯ সালের পর এই প্রথম পাক রাজধানীতে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। আজ (মঙ্গলবার) প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, পিএমএল-এন ২১টি আসনে বিজয়ী হয়েছে। আর ১৬টি আসনে জয়ী হয়েছে পিটিআই। আর স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ১৩টি আসনে। শহরাঞ্চলে বেশি ভোট পেয়েছে পিটিআই। এ ছাড়া, গ্রামাঞ্চল থেকে বেশি ভোট পেয়েছে পিএমএল-এন। গতকাল কঠোর নিরাপত্তার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭৯ সালে সামরিক শাসনামলে ইসলামাবাদের স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল নির্দলীয়ভাবে। দলীয় এ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার বিধি ২০১৫ প্রণয়ন করা হয়। ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে