বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৬:২৮:০৯

গরুর মাংস নিয়ে আবার উত্তাল ভারত

গরুর মাংস নিয়ে আবার উত্তাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দরাবাদে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত 'বিফ উত্‍সব' নিয়ে উত্তাল। একদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে বিফ-উত্‍সব করার ব্যাপারে অনড় ছাত্র-ছাত্রীরা, অন্যদিকে 'গোমাতা' রক্ষায় প্রাণ দিতে ও নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক রাজা সিং। দুই পক্ষের সংঘাতে হায়দরাবাদেও উত্তর প্রদেশের দাদরির মতো ঘটনা ঘটবে কিনা, সেই ভেবেই এখন চিন্তিত প্রশাসন। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। চলতি মাসের ১০ তারিখ হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে বিফ উত্‍সব করার পরিকল্পনা নিয়েছেন এখানকার ছাত্ররা। গোমাংস খাওয়ার সমর্থনে তার আগে সাত তারিখ পাঁচ কিলোমিটার পদযাত্রারও পরিকল্পনা করে রেখেছে। বিফ উত্‍সবের দিন পাল্টা পদযাত্রা করে ওসমানিয়ায় যাওয়ার কথা জানিয়েছেন রাজা সিং। যে কোনও মূল্যে এই উত্‍সব তিনি আটকাবেন বলে হুমকি দিয়েছেন। প্রয়োজনে যে কারোর প্রাণ নিতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন। তেলেঙ্গানার গোসামাল থেকে এবারই প্রথম ভোটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন বছর ৩৭-এর রাজা সিং। দু-পক্ষের এই দড়ি টানাটানিতে দ্বন্দ্বে রয়েছে প্রশাসনও। যে কোনও উত্‍সবের অনুমতি দেওয়ার ক্ষেত্রে আইন-শৃঙ্খলার কোনও সমস্যা হবে কিনা, তা দেখে নেওয়া হয়। আইন-শৃঙ্খলা নিয়ে সমস্যার সম্ভাবনা দেখা দিলে যে কোনও উত্‍সব বন্ধ করার ক্ষমতা পুলিশ-প্রশাসনের রয়েছে বলে জানিয়েছেন ডিসিপি লিম্বা রেড্ডি। তবে এই বিফ উত্‍সবের জন্য কোনও অনুমতি নেওয়াই হবে না বলে জানিয়েছেন এখানকার ছাত্র-ছাত্রীরা। যে কারোর যে কোনও কিছু খাওয়ার অধিকার রয়েছে। তাই বিফ খাওয়ার জন্য কোনও অনুমতিপত্র লাগবে না বলে জানিয়েছেন তারা। তেলেঙ্গানা বিজেপি অবশ্য তাদের বিধায়ক রাজা সিং-এর পাশে দাঁড়ায়নি। রাজা সিং দলীয় কোনও কাজকর্মে অংশ নেন না, এই কথা বলে তার সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টাও করেছে বিজেপি। বিজেপি নেতৃত্ব এই বিফ উত্‍সবের পক্ষে বা বিপক্ষে কোনও অবস্থানই নেয়নি। তবে খোদ নরেন্দ্র মোদি আসলেও তাকে বিফ উত্‍সব বন্ধ করা থেকে আটকাতে পারবেন না বলে জানিয়েছেন রাজা সিং। ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে