বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫১:২৩

আইএসের বিরুদ্ধে আরব আমিরাতের পদক্ষেপ

আইএসের বিরুদ্ধে আরব আমিরাতের পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক এবং সিরিয়া অাইএস জঙ্গিবাহিনী অনেকদিন আগেই দখল করে নিয়েছে। এই কারণে সিরিয়ার আসাদ সরকার বড় বিপাকে পড়ে রাশিয়াসহ কিছু দেশের কাছে সহযোগিতা চায়। আর তার সহযোগিতায় এগিয়ে আসতে থাকে রাশিয়াসহ কিছু দেশ। তবে এবার সেই তালিকায় যোগ হলো আরো একটি দেশ। আর সেই দেশটি হল সংযুক্ত আরব আমিরাত। শোনা যাচ্ছে, সিরিয়ায় স্থলবাহিনী পাঠাতে প্রস্তুত রয়েছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ বাহিনী পাঠানো হবে বলে দেশটি ঘোষণা করেছে। রেডিও তেহরারনের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডাব্লিউএএম দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশের বরাত দিয়ে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ের সন্ত্রাসবাদ-বিরোধী যেকোনো স্থল অভিযানে যোগ দিতে তার দেশ প্রস্তুত। গারগাশ বলেন, সিরিয়ায় আইএস এবং আল-কায়েদা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর মধ্যদিয়ে অভিন্ন শত্রুদের ওপরই হামলা করছে মস্কো। সিরিয়ায় রাশিয়ার বিমান অভিযান শুরুর পর এই প্রথম সরকারিভাবে এ ঘোষণা দিল ইউএই। দামেস্ক সরকারের অনুরোধে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান অভিযান শুরু করেছে রাশিয়া। গত বছরের আগস্ট থেকে সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের কথিত হামলায় অংশ নিচ্ছে ইউএই। অবশ্য জোটের এ হামলায় সন্ত্রাসীদের তেমন কোনো ক্ষতি হয়েছে বলে প্রমাণ পাওয়া যায় নি; বরং মধ্যপ্রাচ্য এবং ইউরোপে আইএসের সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে, রুশ বিমান অভিযানে যুদ্ধের গতি ঘুরে যাচ্ছে বলে জানিয়েছে সিরিয়া। দামেস্কের বাহিনী পুরো দেশের প্রায় সব ফ্রন্টেই সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়ী হতে শুরু করেছে। ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে