তুরস্ক আইএসের সাথে জড়িত প্রমাণ দিল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে তুরস্ককে তেল কেনার অভিযোগ করেছে সম্প্রতি মন্তব্য করেছিল রাশিয়া। তবে এই ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বিষয়টি প্রমাণের জন্য রাশিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তুরস্কের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের কড়া উত্তর দিল রাশিয়া। রাশিয়া ঘোষনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান ও তার পরিবার সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল'র সঙ্গে অবৈধ তেল ব্যবসায় জড়িত।
রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী আনাতলি অ্যান্তোনভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, "সিরিয়া ও ইরাক থেকে চুরি হওয়া তেলের প্রধান ক্রেতা হচ্ছে তুরস্ক।" তিনি বলেন, তুরস্কের শীর্ষ রাজনৈতিক নেতা প্রেসিডেন্ট এর্দোগান ও তার পরিবার এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, ইরাক ও সিরিয়া থেকে চুরি হওয়া তেলের চূড়ান্ত গন্তব্য হচ্ছে তুরস্ক।
এছাড়া তিনি বলেন, "আমরা আজ এমন কিছু দলিল তুলে ধরছি যা প্রমাণ করে ডাকাত ও তুর্কি এলিটদের সংঘবন্ধ টিম প্রতিবেশী দেশগুলো থেকে তেল চুরির কাজ করছে।" যেসব পথ দিয়ে সন্ত্রাসীরা তেল নিয়ে তুরস্কে পৌঁছে দেয় তার ভিডিও চিত্রও তুলে ধরেন তিনি।
একইসঙ্গে তিনি সন্ত্রাসীদের তেলের ডিপো এবং তেলবাহী ট্রাকে হামলার ছবিও তুলে ধরেন। এ সংক্রান্ত আরও প্রমাণ আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী।-রেডিও তেহরান
৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ