প্যারিস হামলার পর এবার কলকাতা
আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের পর এবার কলকাতায় আইএসের হামলার আশঙ্কা। জানা গিয়েছে প্যারিসের কায়দায় কলকাতাতেও হামলা চালাতে পারে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন। সম্প্রতি বাংলাদেশে জাপানি খুনে জড়িত বেশ কয়েকজন দুষ্কৃতী কলকাতায় লুকিয়ে রয়েছে বলে তথ্য এসেছে লালবাজারের কাছে। ওই ঘটনার দায় স্বীকার করেছে বাংলাদেশে আইএসের সংগঠন। সেই সূত্র ধরেই ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছে কলকাতাতেও হামলা চালাতে পারে আইএস। শুধু কলকাতা নয়, হামলা হতে পারে দিল্লি এবং মুম্বাইতেও। ভারতের গোয়েন্দা সংস্থা ইনটেলিজেন্স ব্যুরো (আইবি) সতর্কবার্তা, ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ১০-১৫ জনের দল হামলা চালাতে পারে। সন্ত্রাসবাদীদের নিশানা হতে পারে শহরের রেল স্টেশন, বিমানবন্দর, বন্দর ও ঐতিহাসিক সৌধ। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। বাংলাদেশ-পশ্চিমবঙ্গের সীমান্তেও নিরাপত্তা ব্যাবস্থা বাড়ানো হয়েছে। বিএসএফকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তেও চলছে কড়া তল্লাশি।
৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ