‘বিশ্বউষ্ণায়ণের কারনেই আকাশ ভাঙল দক্ষিণে’
আন্তর্জাতিক ডেস্ক : লাগাতার বর্ষণে ফলে বিধ্বস্ত অবস্থায় তামিলনাড়ু এবং চেন্নাই। ইতিমধ্যে আবহাওয়া দফতর বলেছে, আগামী ৪৮ ঘণ্টায় চেন্নাই এবং তামিলনাড়ুতে আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। পানিতে ডুবে গেছে পুরো তামিলনাড়ু এবং চেন্নাই। ধারাবাহিক বর্ষনের কারনে বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাই এয়ারপোর্ট। মৃতের সংখ্যা এরই মধ্যে ২০০ ছাড়িয়ে গেছে। বিপর্যয়ে আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধারে ইতিমধ্যে সেখানে নামানো হয়েছে সেনা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্জ। এরই মধ্যে আরো ভয়াবহ আশংকের বার্তা শোনালেন ভারতের আবহবিদরা। তাদের মতে, চেন্নাইতে এমন বৃষ্টি যা কিনা ঘটছে বিশ্বউষ্ণায়ণের ফলেই। এখনি এই বিষয়ে সচেতনতা না তৈরি করা গেলে আগামী দিনে সমূহ বিপদই দেখছেন আবহাওয়াবীদেরা।
দিল্লির সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভারনমেন্টের ডেপুটি ডিরেক্টর চন্দ্র ভূষণ জানিয়েছেন, ‘বিশ্বউষ্ণায়ণের সব থকে খারাপ ফল আমাদের সামনে আসতে শুরু করেছে। বিশ্বউষ্ণায়ণের জেরেই আকাশভাঙা বৃষ্টি হচ্ছে চেন্নাইয়ে’। তিনি আরও বলেন, ‘গোটা বিশ্বের গড় তাপমাত্রা এখনও ১ ডিগ্রি সেলসিয়াস বাড়েনি। তাতেই এই অবস্থা। আর বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়লে না-জানি কী হবে!
৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ