সিরিয়ালের দৃশ্য অনুকরণে মৃত্যু স্কুলছাত্রীর
আন্তর্জাতিক ডেস্ক : টিভি সিরিয়ালের দৃশ্যকে অনুকরণ করতে গিয়ে ভারতে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। গলায় ফাঁস লেগে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করেছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম সংগীতা মাজি (৭)। সে ভারতের বর্ধমান থানার মীর্জাপুর এলাকার বাসিন্দা।
সংগীতার দাদা সুকুমার মাজি জানিয়েছেন, সংগীতা মীর্জাপুর নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। টিভি সিরিয়াল দেখার খুব বেশি রকম ঝোঁক ছিল সঙ্গীতার। নিজেদের বাড়িতে টিভি না থাকায় প্রায়ই প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সে টিভি দেখত। বাড়িতে এসে টিভিতে দেখা অনুষ্ঠানগুলির বিভিন্ন দৃশ্য সে অভিনয় করে দেখাত সবাইকে। এমনকি টিভিতে শোনা গানগুলির বেশ কিছু লাইন সে গেয়েও শোনাত। শিশুটির আচরণে পরিবারের সদস্যরা সহ অন্যান্যরা বিষয়টি বেশ উপভোগ করতেন বলেও জানাগেছে। সুকুমারবাবু জানিয়েছেন, বুধবার বিকেলে সংগীতা বাড়িতে একাই ছিল। কিছু সময় পরে তার দাদী বাড়িতে এসে সংগীতাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি মুরু করে। অনেক খোঁজাখুঁজি পর ঘরের এক কনে তার ঝুলন্ত দেহ দেখতে পান। তাদের অনুমান টিভির কোনও দৃশ্যের অনুকরণ করতে গিয়েই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সংগীতার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এছাড়া সংগীতার দাদা জানিয়েছেন, সংগীতার মা মারা যাওয়ার পর সংগীতার বাবা তপন মাজি দ্বিতিয় বিয়ে করলেও মূলত তিনি এবং তার দাদী দেখভাল করতেন। এদিন তপন বাবু ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। তারা দুজন খন্ডঘোষ থানা এলাকার রসুলপুরে একটি অনুষ্ঠানে যোগদিতে গিয়েছিলেন।
৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ