আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন সেনাকর্মীরা
আন্তর্জাতিক ডেস্ক : বিদেশে দায়িত্বে থাকা সেনাকর্মীদের মধ্যে ক্রমশ আত্মহত্যার প্রবণতা বাড়ে চলেছে। সম্প্রতি কানাডা সেনাবাহিনীর তরফে চালানো এক গবেষণায় এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্ত বেড়িয়ে এসেছে, বিভিন্ন দেশে যুদ্ধে অংশ নেওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়া সেনাদের মধ্যেই মূলত আত্মহত্যা করছে। যা কিনা তিনগুন বেড়ে গিয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। আরও দেখে গিয়েছে, ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে কানাডার যেসব সেনা বিদেশে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে এসেছেন, দেখা গিয়েছে সেই সময়ে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাদের তুলনায় তাদের মধ্যে মানসিক সমস্যাও অনেক বেশি। এই সংক্রান্ত গবেষণার কাজে নিয়োজিত কানাডা সেনাবাহিনীর চিকিৎসকরা বলছেন, যারা স্থলবাহিনীতে নিয়োজিত রয়েছেন, তারাই সবচেয়ে বেশি মানসিক সংকটে পড়েছেন। এবং দেশে ফিরে এসে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। বিদেশ ফেরত সেনাদের মধ্যে এইভাবে আত্মহত্যার পরিমাণ বেড়ে যাওয়ায় যথেষ্ট উদ্বেগে কানাডার সেনা আধিকারিকরা।
৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ