‘কাশ্মীর রাষ্ট্র হলে পাকিস্তানের মতোই সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে’
আন্তর্জাতিক ডেস্ক : ভারত কিংবা পাকিস্তান নয়, কাশ্মীরবাসীদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে দীর্ঘদিন আন্দলোন করছে কাশ্মীরের একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন। এসব নিয়ে তৈরিও হয়েছে একাধিক সিনেমা। এবার পৃথক কাশ্মীর দাবির বিরুদ্ধে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন।
বুধবার বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ট্যুইটারে লিখেছেন, "যদি কাশ্মীর পৃথক রাষ্ট্র হয়, তাহলে ভারত আরেকটা সন্ত্রাসবাদী প্রতিবেশী পাবে।" প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ সেই ১৯৪৭ সাল থেকেই। স্বাধীনতা প্রাপ্তির কিছু দিন পরেই ব্রিটিশ সেনাকর্তাদের মদতে কাশ্মীরে ঢুকে পড়ে পাকিস্তান হানাদার বাহিনী। সেই থেকেই তিক্ততা চলছে লাগাতার। সাত দশকেও সেই বিরোধের আঁচ কমেনি। কাশ্মীরকে কেন্দ্র করে একাধিকবার যুদ্ধও হয়ে গিয়েছে। আটের দশক থেকে ভারতে ঘটে-যাওয়া ধারাবাহিক জঙ্গি হামলার পিছনে প্রত্যক্ষভাবে পাকিস্তান সামরিক গুপ্তচর বাহিনীর মদত কাজ করেছে। এছাড়া বিশ্বজুড়ে ঘটে যাওয়া হাজারো সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে গিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর নাম। এহেন পরিস্থিতিতে কাশ্মীর আলাদা রাষ্ট্র হলে তাও পাকিস্তানের মতোই আর এক সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হবে বলে মনে করেন 'আমার মেয়েবেলা’র লেখিকা।
৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ