বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪২:১১

লিবার্টি আসলে আরব রমনী!

 লিবার্টি আসলে আরব রমনী!

আন্তর্জাতিক ডেস্ক : স্ট‍্যাচু অফ লিবার্টি আসলে মিশরের জন্য তৈরি করার কথা ভেবেছিলেন ভাস্কর বারথোল্ডি। কিন্তু ঘটনাচক্রে সেই মুর্তি তৈরির প্রকল্প বাস্তবায়িত হল আমেরিকায়। তাই মুর্তির শরীরের আদল আসলে মিশরের নারী বা ফেল্লাহ্‌–র আদলেই তৈরি করা। রোমান দেবী লিবার্টাসের আদল নেওয়ার চিন্তা এসেছে পরে। আমেরিকার ন্যাশানাল পার্ক সার্ভিসের একটি গবেষণায় উঠে এল এমনই এক তথ‍্য। এই দাবির পিছনে রয়েছে যথেষ্ট যুক্তিও। ১৮৫৫–৫৬ সালে আমেরিকার ভাস্কর বারথোল্ডি মিশরে যান। সেখানকার শিল্পকর্ম দেখে বড় মুর্তি তৈরির ইচ্ছা হয় তার। বড় মানে, অনেকটাই বড়, যাকে বলা যায় ‘লার্জ স্কেল পাবলিক মনুমেন্ট’। সেই ভাবনা থেকেই তিনি মিশরের প্রশাসকদের এক অভিনব প্রস্তাব দেন। বলেন, এমন এক মুর্তি তৈরি করতে চান, যা মিশরের গৌরব প্রকাশ করবে। হাতে থাকবে মশাল, স্থাপন করা হবে সুয়েজ খালের মুখে, যেখান দিয়ে বিশ্বের সঙ্গে যোগাযোগ তৈরি করে এশিয়া। ঠিক স্ট‍্যাচু অফ লিবার্টির মত। মশালের অর্থ হবে, এশিয়ায় আলো এনেছে মিশর। কিন্তু সেই প্রস্তাব শুধু মাত্র অর্থের অভাবেই খারিজ হয়ে যায়। তারপরেই সেই মুর্তিই নাকি তৈরি করা হয় আমেরিকায়। ৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে