বিমান হামলা শুরু
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাজ্য।পার্লামেন্টে অনুমোদন দেওয়ার পরপরই এ হামলা শুরু হলো।
এর আগে সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ‘আরএএফ অ্যাক্রোটিরি’ থেকে চারটি যুদ্ধবিমান ‘অজানা’ গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায় বলে বিবিসি জানিয়েছিল।
বিমানগুলো সিরিয়ায় হামলা চালানোর উদ্দেশ্যেই রওনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল।
বিবিসি জানিয়েছে, ছেড়ে যাওয়া বিমানগুলো ছাড়াও ঘাঁটিতে আরও চারটি যুদ্ধবিমানকে ‘প্রস্তুত’ রাখা হয়েছে।
সিরিয়ায় আইএসের উপর বিমান হামলা চালাতে বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দেয়া প্রস্তাবের উপর ১০ ঘণ্টা আলোচনা হয়।
এরপর ভোটাভুটিতে হামলার পক্ষে মত দেন ৩৯৭ জন এমপি; বিপক্ষে ভোট পড়ে ২২৭টি।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ