আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নিষেধাজ্ঞায় তুর্কি লিরার অব্যাহত দরপতন ঘটছে। তুরস্কের অর্থনীতি নিয়ে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক শঙ্কা প্রকাশ করছেন। এরদোগানের এমন বিপদের সময় পাশে দাঁড়িয়েছে কাতার।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বুধবার তুরস্ক সফর করেছেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে কাতার আমির এরদোগানকে জানিয়েছেন, তুরস্কের মুদ্রা লিরার দরপতন ঠেকাতে ১৫ বিলিয়ন লিরা বিনিয়োগ করবে কাতার। তুরস্কের শেয়ারবাজার ও ব্যাংকে এ বিনিয়োগ করা হবে।
কাতার আমির এক টুইটবার্তায় বলেছেন, আমরা আমাদের তুর্কি ভাইদের পাশে দাঁড়াব; যারা কাতারের পাশে দাঁড়িয়েছিল এবং মুসিলম বিশ্বের পাশে আছে।
গত কয়েক দিনে তুরস্কের মুদ্রা লিরার আন্তর্জাতিক বাজারমূল্য অন্তত ৪৫ শতাংশ কমে গেছে।
তবে কিন্তু কাতারের আমিরের এই ঘোষণার পর লিরার দর আবার ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত এক ডলারের বিনিময়ে ৫ দশমিক ৯ লিরা পাওয়া যেত। কিন্তু কাতার আমির বিনিয়োগের ঘোষণা দেয়ার পর বুধবারই তা দাঁড়ায় ৫ দশমিক ৭৫ ডলারে।
যুক্তরাষ্ট্র কর্তৃক তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ ও দুই পণ্যে শুল্ক বৃদ্ধির পর প্রথম কোনো দেশের প্রধান দেশটি সফর করেছেন।