রবিবার, ১৯ আগস্ট, ২০১৮, ১১:৩৫:৪৯

যে কারণে দলে দলে দেশ ছাড়ছেন ভেনেজুয়েলার মানুষ!

যে কারণে দলে দলে দেশ ছাড়ছেন ভেনেজুয়েলার মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক: চরম মূল্যস্ফীতি, প্রয়োজনীয় পণ্যের সঙ্কট এবং দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার কারণে দলে দলে দেশ ছাড়ছেন ভেনেজুয়েলার শত শত নাগরিক। এতদিন অভিবাসন প্রত্যাশীর পরিচয়পত্র নিয়ে পাশ্ববর্তী কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং বলিভিয়ায় তারা প্রবেশ করতে পারতো। কিন্তু পেরুর পর শনিবার ইকুয়েডরও তাদের দেশে প্রবেশে পাসপোর্ট থাকার বাধ্যবাধকতা ঘোষণা করায় কলম্বিয়া-ইকুয়েডর সীমান্তে আটকা পড়েছে বহু মানুষ। এর মধ্যেই, সীমান্তের অস্থায়ী শিবিরে হামলা চালিয়ে অভিবাসন প্রত্যাশীদের সরিয়ে দিয়েছে ব্রাজিলের স্থানীয় বাসিন্দারা।

 অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে দেশান্তরী হচ্ছেন ভেনেজুয়েলার বহু মানুষ। তবে ইকুয়েডরের নতুন অভিবাসন নীতির কারণে কলম্বিয়া সীমান্তে আটকে পড়েছেন কয়েকশ' অভিবাসন প্রত্যাশী। অভিবাসী ঢল ঠেকাতে শনিবার ইকুয়েডরে প্রবেশের ক্ষেত্রে ভেনেজুয়েলানদের পাসপোর্ট থাকার বাধ্যবাধকতা আরোপ করে দেশটি। এর আগের দিন একই ঘোষণা দেয় ইকুয়েডরের প্রতিবেশী দেশ পেরুও। এতে সীমান্তেই থমকে গেছে অভিবাসন প্রত্যাশীদের নতুন স্বপ্ন।

দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, খাদ্য ও জরুরি পণ্যের সঙ্কট এবং চরম মুদ্রাস্ফীতির কারণে ভেনেজুয়েলায় অরাজকতা বিরাজ করছে। গেলো ১৫ মাসে শুধু কলম্বিয়ায় পাড়ি দিয়েছে দেশটির ১০ লাখ বাসিন্দা। সেখান থেকে প্রতিদিন ভেনেজুয়েলার অন্তত ৪ হাজার নাগরিক ভিড় করছেন ইকুয়েডর সীমান্তে।

এতোদিন অভিবাসন প্রত্যাশীর পরিচয়পত্র নিয়ে পার্শ্ববর্তী কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং বলিভিয়ায় প্রবেশ করতে পারতো ভেনেজুয়েলানরা। পেরু ও ইকুয়েডরের নতুন নিয়মের পর ব্রাজিল সীমান্তের অস্থায়ী আশ্রয় শিবিরে হামলা চালিয়ে ভেনেজুয়েলানদের হটিয়ে দিয়েছে দাঙ্গা পুলিশ ও স্থানীয়রা। স্থানীয় এক হোটেল ব্যবসায়ীকে মারধরের অভিযোগে অভিবাসন প্রত্যাশীদের ওপর এ হামলা চালানো হয় বলে জানিয়েছে গণমাধ্যম।

এর আগে, অভিবাসী প্রত্যাশীদের ঢল থামাতে গেলো ফেব্রুয়ারিতে সীমান্তে কড়াকড়ি আরোপ করে কলম্বিয়া। অভিবাসী ঢলকে সামাজিক সঙ্কট আখ্যা দিয়ে সীমান্ত বন্ধ রাখতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে রোমানিয়া।

এসবের জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ উস্কে দেয়াকে দায়ী করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তার অভিযোগ, নিষেধাজ্ঞা এবং দ্রব্য বাজার অস্থির করার মাধ্যমে মাদুরো প্রশাসনকে অকার্যকর করতে চায় ওয়াশিংটন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে