বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:২৭:৫২

পাকিস্তানে ‘হার্ট অব এশিয়া’য় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে ‘হার্ট অব এশিয়া’য় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের মাঝে যেন একটা বিরোধ লেগেই আছে। কোন কারণে এক পক্ষ একহাত উচুকরলে, অপর পক্ষ দুইহাত উচুকরে হুমকি দেয়। আর এমন সময় শোনা যাচ্ছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান সফরে যাবেন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে। হার্ট অব এশিয়া’র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেয়ার জন্য আগামী সপ্তাহে তার ইসলামাবাদ সফরের সম্ভাবনা রয়েছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। মন্ত্রী পর্যায়ের এ বৈঠক আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং এতে ২৭টি দেশ যোগ দেবে। আফগানিস্তানকে কেন্দ্র করে আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেছে। এ বৈঠকে যোগ দেয়ার জন্য গত মাসে ভারতকে আমন্ত্রণ জানায় ইসলামাবাদ। সুষমা স্বরাজের পাকিস্তান সফরের বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে পাক পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পাকিস্তানের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, বৈঠকে সুষমার যোগ দেয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। প্যারিস জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শীর্ষ সম্মেলনের অবকাশে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সংক্ষিপ্ত বৈঠকের পর এ সফরের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সুষমা যদি ইসলামাবাদের বৈঠকে যোগ দেন তবে তিনি হবেন বিজেপি ক্ষমতায় আসার পর পাকিস্তান সফরকারী সর্বোচ্চ পদের ভারতীয় কর্মকর্তা। এর আগে চলতি বছরের মার্চে পাকিস্তান সফর করেছিলেন ভারতীয় পররাষ্ট্র সচিব। সার্ক বৈঠকে যোগ দেয়ার জন্য তিনি এ সফর করেছিলেন এবং সে সময় তার এ সফরকে 'সার্ক যাত্রা' হিসেবে অভিহিত করা হয়। ৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে