বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:১৪:৫৩

ভারতে পরমাণু বোমা ফেলতে চেয়েছিল পাকিস্তান!

ভারতে পরমাণু বোমা ফেলতে চেয়েছিল পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু বিস্ফোরণের ফল যে কী ভয়াবহ এই ঘটনাটি হিরোশিমা-নাগাসাকির অবস্থা দেখেই বুজতে পেরেছে বিশ্ব। ওই একই অবস্থা হতে পারত ভারতেরও। কার্গিল যুদ্ধের সময় ভারতে পরমাণু বোমা ফেলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। এমনই বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রশাসনের এক প্রাক্তন শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্রুস রিডেল। তার দাবি, ভারতকে কার্গিল যুদ্ধে হারাতে পরমাণু বোমা ফেলার ছক কষেছিল পাকিস্তান। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। ব্রুস রিডেলের কথায়, '১৯৯৯ সালের ৪ জুলাই সকালে CIA অতিগোপন একটি চিঠিতে তত্‍‌কালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে জানিয়েছিল, পাকিস্তান ভারতের উপর পরমাণু বোমা ফেলার জন্য তৈরি হচ্ছে। CIA বিষয়টি নিয়ে একেবারে নিশ্চিত ছিল। হোয়াইট হাউসে খবরটা পৌঁছতেই পরিবেশ থমথমে হয়ে যায়।' ক্লিন্টনের প্রশাসনে ব্রুস রিডেল ছিলেন মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তা। তিনি জানিয়েছেন, কার্গিল যুদ্ধে তত্‍‌কালীন পাকিস্তান সেনাপ্রধান পারভেজ মোশারফের ভুল সিদ্ধান্তে যার কারণেই ক্ষুব্ধ হয়েছিলেন তত্‍‌কালীন পাকিস্তান প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ। যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে বিল ক্লিন্টনের দ্বারস্থ হন শরিফ। ৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে