বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৪:৩৩

পুরুষ-মহিলা পুলিশের চুলাচুলিতে তুলকালাম কাণ্ড

পুরুষ-মহিলা পুলিশের চুলাচুলিতে তুলকালাম কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : আইনরক্ষার ভার যাদের উপর ন্যস্ত, শেষে পর্যন্ত তারাই কিনা আইন ভাঙার খেলায় মেতে উঠলেন। থানার ভিতরে নিজেদের মধ্যে ধস্তাধস্তিতে মাতলেন উত্তরপ্রদেশের মহিলা ও পুরুষ পুলিশকর্মী। মহিলা সহকর্মীর বিরুদ্ধে লড়াইয়ে নামলেন বুলন্দশহরের আহার থানার এক পুরুষ পুলিশকর্মী। দুই পক্ষের সংঘর্ষে যথেষ্ট ঘুষি-লাথি-ধাক্কাধাক্কিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হল থানা চত্বরে। ঘটনার কারণে কড়া পদক্ষেপ নেওয়া বিপদ হয়ে পড়েছে, উল্টে স্রেফ তদন্তের নির্দেশ দিয়েই দায়িত্ব সারলেন থানার শীর্ষ কর্মকর্তা। জানা গিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহিলা পুলিশকর্মীকে সাসপেন্ড করা হলেও পুলিশকর্মীর বিরুদ্ধে এখনও কোনও কড়া পদক্ষেপ নেয়া হয়নি। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। আহার থানায় বেশ কিছু বছর ধরে কনস্টেবল পদে বহাল রয়েছেন মহিলা পুলিশকর্মী বেবি। ওই থানাতেই বড়বাবু পদে বহাল রয়েছেন কে পি সিং। অভিযোগ, গত বুধবার রাতে কনস্টেবল বেবিদেবীর উদ্দেশ্যে অশ্রাব্য শব্দ ব্যবহার করে কয়েকজন পুরুষ কর্মী। বিষয়টি জানার পর বড়বাবু কে পি সিংয়ের কাছে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান থানার মহিলা কর্মীরা। কিন্তু এর পরই কে পি সিং ও বেবীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। ঝগড়ার মাত্রা বাড়তে থাকলে ক্ষুব্ধ মহিলা কর্মীরা কে পি সিংয়ের উপর চড়াও হয়ে তাকে জুতোপেটা করেন। এতে মেজাজ হারিয়ে ফেলেন উপস্থিত পুরুষ কর্মীরা। বড়বাবুকে আক্রমণের জবাবে তারা মহিলাদের পাল্টা কিল-চড় মারতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষের সংঘর্ষ চলতে থাকে। এদিকে সংঘর্ষে তার স্ত্রীর উপর হামলার খবর পেয়ে থানায় পৌঁছনোর পর বেবিদেবীর স্বামীর সঙ্গেও কে পি সিংয়ের ঝগড়া ও হাতাহাতি বাধে। পরে কয়েকজন পুলিশকর্মীর উদ্যোগেই পরিস্থিতি শান্ত হয়ে আসে। বিষয়টি শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়। এমএমপি অনন্ত সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্ত অনুসারে বড়বাবু কে পি সিংয়ের সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করেন বেবিদেবীর স্বামী। আপাতত কনস্টেবল বেবিদেবীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। ৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে