শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ১২:৫০:০৭

জাপানে ভেসে এল কঙ্কাল ভর্তি ১২টি জাহাজ

জাপানে ভেসে এল কঙ্কাল ভর্তি ১২টি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে ভেসে এল কঙ্কালে ভর্তি ১২টি জাহাজ। জাহাজগুলো অন্তত ২ মাস ধরে ভাসছিল জাপানের সমুদ্রে। একটি সূত্র থেকে জানা গেছে, অক্টোবরের মাঝামাঝিতে মোট ১১টি জাহাজ ভাসতে ভাসতে চলে আসে জাপানে। যেখানে মোট ২৫টি কঙ্কাল ছিল। এছাড়া তার মধ্যে এমন দুটি কঙ্কাল ছিল যার মুণ্ডু ছিল না। আবার ৬টি কঙ্কালের মুণ্ডু থাকলেও ছিল না ধর। জাহাজের মাথায় উত্তর কোরিয়ার পতাকা লাগানো ছিল। যা থেকে প্রাথমিকভাবে অনুমান করা যায় জাহাজগুলি এসেছিল উত্তর কোরিয়া থেকে। এছাড়া সব থেকে বড় ব্যাপার হল জাহাজগুলিকে দেখে মনে হয় অনেক পুরনো দিনের জাহাজ। যার বডি তৈরি কাঠ দিয়ে এবং যা খুবই ভারী ও পুরনো। জাহাজের ইঞ্জিনগুলি ছিল খুবই নাজুক যা কখনওই খুব বেশি তাড়াতাড়ি যেতে পারবে না। অবশ্য জাহাজের মধ্যে থেকে মাছ ধরার বহু সরঞ্জাম পাওয়া গিয়েছে। যার থেকে অনুমান করা হয়েছে, মাছ ধরতে গিয়ে ইঞ্জিন খারাপ হওয়ার জন্য অথবা আবহাওয়া খারাপের জন্য সম্ভবত প্রাণ হারিয়েছেন মানুষগুলি। কিন্তু কবে থেকে জাহাজগুলি ভাসছে সমুদ্রে তার হদিস এখনও পর্যন্ত পাওয়া যায় নি। ৪, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে