শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০১:১০:১৫

ভারতের সবথেকে দামি বাড়ি

 ভারতের সবথেকে দামি বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : এখন বিশ্বায়নের যুগ। সবারই সবকিছু আছে। নিজের বাড়ির প্রতি মানুষের একটা আলাদা রকম টান রয়েছে। নিজের একটা সুন্দর বাড়ি হোক, এই সধারন চাওয়াটা সব মানুষের থাকে। কিন্তু কেউ অনেক টাকা খরচ করে তার সপ্নের বাড়ি বানায়, কেউ আবার কুড়ের ঘরে থাকে। কিন্তু জানেন ভারতের সবথেকে বেশি টাকা খরচ করে বানানো বাড়ি কোনটি? উত্তর হল, মুকেশ আম্বানির বাড়ি। নাম আন্তিলিয়া। এই বাড়িটা শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের অন্যতম সবথেকে দামি বাড়ি। বাড়িটতে রয়েছে মোট ২৭ তলা। কিন্তু যে উচ্চতা বাড়িটিতে রয়েছে, তাতে ৬০ তলা দিব্যি বানানো যেত। আসলে বাড়ির প্রতিটি তলায় রয়েছে অতিরিক্ত সিলিং। চারপাশে সবুজ। আমেরিকার শিকাগোর স্থপতি পারকিন্স এবং উইল এই বাড়িটি তৈরি করেছেন। মুকেশ আম্বানির এই বাড়িটি দেখানো হয়েছে কৃশ থ্রি-তেও। ৪, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে